NDA: লোকসভা ভোটের আগে এনডিএ-তে চিড়! যে দলের বিদ্রোহে চিন্তা বাড়ল বিজেপির
তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাইকে রাজনীতির পক্ষে অযোগ্য বলে এনডিএ-তে থাকা নিয়ে সংশয় প্রকাশ করলেন AIADMK নেতা ডি জয়কুমার।
চেন্নাই, ১৮ সেপ্টেম্বর: এনডিএ-তে চিড়! বিজেপির পর এক সময় এনডিএ-র সবচেয়ে বড় দল এআইএডিএমকে বেঁকে বসল। তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাইকে রাজনীতির পক্ষে অযোগ্য বলে এনডিএ-তে থাকা নিয়ে সংশয় প্রকাশ করলেন AIADMK নেতা ডি জয়কুমার। জয়ললিতার ঘনিষ্ঠ এই নেতা বললেন, " বিজেপির সঙ্গে এখনও কোনওরকম জোটে নেই এএআইডিএমকে। আমরা শুধু নির্বাচনের সময় জোট নিয়ে সিদ্ধান্ত নেবো। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। আমাদের দলের সিদ্ধান্ত। তামিলনাড়ুর বিজেপি কর্মী, ক্যাডাররা চাইছেন AIADMK-র সঙ্গে জোট হোক। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই ষড়যন্ত্র করে আমাদের সঙ্গে জোট না হওয়ার ফন্দি আঁটছেন। উনি শুধু আমাদের দলের নেতাদের সমালোচনা করেন। আসলে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে উনি অযোগ্য।'
তামিলনাড়ুতে গত লোকসভা নির্বাচনে এআইএডিএমকে-র সঙ্গে জোট গড়ে বিজেপি কোনও আসনে জিততে পারেনি। বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাই এবার লোকসভায় একা লড়তে চাইছেন। যদিও অমিত শাহ, জেপি নাড্ডা-রা দক্ষিণের এই রাজ্যে জয়ললিতার দলকে পাশে চাইছেন। আরও পড়ুন-পুরনো সংসদ ভবনে শেষ অধিবেশন, চন্দ্রায়ন থ্রি থেকে জি ২০, আবেগঘন প্রধানমন্ত্রী কী কী বললেন দেখুন
দেখুন টুইট
দিল্লিতে ক মাস আগে হওয়া এনডিএ-র ৩৮টি দলের বৈঠকে ছিলেন এআইএডিএমকে-র সভাপতি এড্ডাপাডি পালানিস্বামী।