UP Elections 2022: অখিলেশ যাদবের বিরুদ্ধে মোদী মন্ত্রিসভার মন্ত্রীকে প্রার্থী করে চমক বিজেপির

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির মুখ অখিলেশ যাদবের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী এসপি বাঘেলকে প্রার্থী করল বিজেপি। মেনপুরীর কারহাল বিধানসভা কেন্দ্র থেকে অখিলেশের বিরুদ্ধে আগ্রার সাংসদ বাঘেলকে দাঁড় করিয়ে চমক দিল বিজেপি

Akhilesh Yadav (Photo Credits: IANS)

লখনউ, ৩১ জানুয়ারি: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Elections 2022) সমাজবাদী পার্টির মুখ অখিলেশ যাদবের (Akhilesh Yadav) বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল (S.P.Singh Baghel) কে প্রার্থী করল বিজেপি (BJP)। মেনপুরীর কারহাল বিধানসভা কেন্দ্র থেকে অখিলেশের বিরুদ্ধে আগ্রার সাংসদ বাঘেলকে দাঁড় করিয়ে চমক দিল বিজেপি। কারণ কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী এসপি বাঘেল আগে সমাজবাদী পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ ছিলেন। বাঘেলের রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের হাত ধরে।

জালেসর থেকে তিনবার সমাজবাদী পার্টির টিকিটে জিতে সাংসদও হয়েছিলেন বাঘেল। তবে পরে এসপি ছেড়ে বিএসপিতে যোগ দেন। কিন্তু এরপর বিএসপি থেকে হেরে ২০১৫ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর আগেও বাঘেল যাদব পরিবারের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। তবে অখিলেশ ও তাঁর স্ত্রী ডিম্পলের বিরুদ্ধে দাঁড়িয়ে হেরেছিলেন তিনি। আরও পড়ুন: কেরলে করোনার দাপট অব্যাহত, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২,১৫৪ জন

জোর জল্পনা ছিল অখিলেশের বিরুদ্ধে এবার প্রার্থী হতে পারেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাঁর ভাইয়ের স্ত্রী অপর্না যাদব। কিন্তু কারহেলের মত সমাজবাদী গড় হিসেবে পরিচিত কেন্দ্র থেকে শেষ পর্যন্ত বাঘেলের ওপরেই ভরসা রাখলেন অমিত শাহ-জেপি নাড্ডারা। ২০১২ সালে উচ্চকক্ষ থেকে নির্বাচিত হওয়া অখিলেশ এই প্রথম বিধানসভা ভোটে লড়ছেন। ইতিমধ্যেই তিনি তাঁর বাবা মুলায়ম সিং যাদবের লোকসভা কেন্দ্র মেনপুরীর কারহাল বিধানসভায় প্রার্থীপদ জমা দিয়েছেন।