Photo Credits: ANI

নতুন দিল্লি, ৪ মার্চ: হিমাচল প্রদেশে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা (JP Nadda)-র। সম্প্রতি গুজরাট থেকে রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনিত হন নাড্ডা। তাই তিনি তার রাজ্য হিমাচলের সাংসদ পদ ছাড়লেন। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে হওয়া রাজ্যসভা নির্বাচনে যে ৪১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তাঁদের মধ্যে নাড্ডা ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র রাজ্য গুজরাট থেকে ৪ জনকে রাজ্যসভায় পাঠানো হয়। তাঁর মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন।

দেখুন খবরটি

হিমাচল প্রদেশ থেকে আগামী মাস এপ্রিলে নাড্ডা-র রাজ্যসভার সাংসদ থাকার মেয়াদ শেষ হচ্ছিল। তাই তাঁকে গুজরাট থেকে নির্বাচিত করে আনিয়ে সংসদের উচ্চকক্ষে পাঠানো হল। প্রসঙ্গত, জুন পর্যন্ত জেপি নাড্ডা-র বিজেপির সর্বভারতীয় পদে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে।

২০১৯ সালে লোকসভা ভোটে অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর বিজেপির সিংহাসনে বসেন নাড্ডা। পাঁচ বছর ধরে তিনি বিজেপির শীর্ষপদে আছেন। জোর জল্পনা, ভোটে প্রত্যাশিতভাবে দল ক্ষমতায় ফিরলে পদ্ম শিবিরের দায়িত্বে অন্য কেউ আসতে পারেন। আর নাড্ডা ফিরতে পারেন মোদী মন্ত্রিসভায়।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Exit Poll 2024 West Bengal: বাংলায় মোদী ঝড়ে ধরাশায়ী হবেন মমতা! ইঙ্গিত বেশীরভাগ এক্সিট পোলে, জানুন কে কটা আসন পেতে পারে

Lok Sabha Elections 2024 WB Exit Poll: বাংলায় কে কটা আসন পেতে পারে, এক্সিট পোলের বাইরে দলগুলির অন্দরের হিসেব কী বলছে

Exit Poll 2024: দক্ষিণ ভারতে দাগ কাটছে বিজেপি, এক্সিট পোলে মোদী হাওয়ার আভাস

Locket Chatterjee: ২৬-এর আগেই তৃণমূল সরকারের পতন হবে, দাবি লকেট চট্টোপাধ্যায়ের

Abhishek Banerjee: ধ্যান করার হলে ঘরে করুক, মানুষের টাকা নষ্ট করে মিডিয়ার নজরে এসে কী লাভ? মোদীর ধ্যান নিয়ে মন্তব্য অভিষেকের

Tapas Roy: গো ব্যাক স্লোগানের মুখোমুখি এবার তাপস রায়! বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের

Lok Sabha Elections 2024: '২০১১ সাল থেকে ভোট দিতে পারিনি', শেষ দফার নির্বাচনে ভোট দিয়ে বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

Lok Sabha Elections 2024: সাত সকালে ভোট দিলেন জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, মিঠুন চক্রবর্তীর মতো হেভিওয়েট ব্যক্তিত্বরা