MLA Dhruba Sahoo: বিধানসভায় স্পিকারের মাইক ভাঙলেন বিজেডি বিধায়ক ধ্রুব শাহু
বিজেপি ক্ষমতায় আসার পর ওডিশা বিধানসভায় উত্তপ্ত অধিবেশেনের মাত্রা বাড়ছে। সরকারী আধিকারিকদের ওপর আক্রমণের ওপর রাজ্যপাল রঘুবীর দাসের ছেলের হামলার পরেও সরকার ব্যবস্থা না নেওয়ায় বিজেডি-কংগ্রেস বিধায়করা বিধানসভায় হট্টগোল শুরু করেন।
বিজেপি ক্ষমতায় আসার পর ওডিশা বিধানসভায় উত্তপ্ত অধিবেশেনের মাত্রা বাড়ছে। সরকারী আধিকারিকদের ওপর আক্রমণের ওপর রাজ্যপাল রঘুবীর দাসের ছেলের হামলার পরেও সরকার ব্যবস্থা না নেওয়ায় বিজেডি-কংগ্রেস বিধায়করা বিধানসভায় হট্টগোল শুরু করেন। বিজেপি বিধায়করা পাল্টা আওয়াজ তোলার পর অধিবেশনে উত্তেজনা বাড়ে। বিধায়কদের বাদানুবাদ চরমে ওঠে।
দুই শিবিরের উত্তেজনার মাঝে বিজু জনতা দলের বিধায়ক ধ্রুব সাহু ছুটে যান স্পিকারের আসনের দিকে। এরপর সেখানে উঠে তিনি স্পিকার সুরামা পাধ্যায়ের আসনের সামনে থাকা মাইক ভেঙে দেন।
দেখুন খবরটি
গত ৭ জুলাই, রথাযাত্রার দিন রাজভবন চত্ত্বরে বৈকুণ্ঠ প্রধান নামের এক সরকারী আধিকারিকের ওপর হামলা করেন রাজ্যপালের ছেলে। অন্তত এমনই অভিযোগ উঠেছে। এই ইস্য়ুতে বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নেন বিজেপি প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এই ইস্যুতে রাজ্যপালকে বয়কট করার সিদ্ধান্ত নেয় বিরোধীরা।