Manipur CM N.Biren Singh: পদত্যাগ করতে বেরিয়েও পিছু হটে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ঘোষণা, ইস্তফা দিচ্ছেন না
পদত্যাগ করবেন বলে মনস্থির করেই নিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের পরিস্থিতি নতুন করে খারাপ হতে শুরুর করার পর বীরেন সিং ইস্তফা দেওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। এমনকী
ইম্ফল, ৩০ জুন: পদত্যাগ করবেন বলে মনস্থির করেই নিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের পরিস্থিতি নতুন করে খারাপ হতে শুরুর করার পর বীরেন সিং ইস্তফা দেওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন। এমনকী ইম্ফলে তাঁর বাসভবন থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশ্যে যাত্রাও করেছিলেন। কিন্তু কখনও তার সমর্থকরা পদত্যাগ পত্র ছিঁড়ে দেন, তো কখনও আবার মহিলা সমর্থকরা তার গাড়ি ধরে ইস্তফা দেওয়া থেকে আটকানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া পোস্টে বীরেন সিং জানান, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না।"কিন্তু আচমকা কেন এমন মত বদল বীরেনের?
ইস্তফা দিতে বেরিয়েও শুধুমাত্র সমর্থকদের অনুরোধে তিনি পিছিয়ে এলেন তা মানতে রাজি নন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, বীরেন সরছেন সেটা নিশ্চিত। তবে রাহুল গান্ধী মণিপুরে থাকা পর্যন্ত বীরেনের পদত্যাগের ইস্যুটা তার ওপরেই ছাড়ছে দল। এমনটাই মত অনেকের। মুখে বীরেন বলছেন, মণিপুর এখনও হাতের বাইরে যাইনি। তিনি সব ঠিক করে দেবেন এবার। তবে দলের অনেকেই আর তার ওপর ভরসা রাখতে পারছেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর নিয়ে মুখ না খোলায় বিরোধীরা ইস্যু পাচ্ছে। আবার মোদী মখ খুললেও অন্য সমস্যা। তাই বীরেনের সরে যাওয়ার পক্ষেই দলের বড় অংশ।
দেখুন বীরেন সিংয়ের টুইট
বীরেন সিংয়ের সমর্থকরা ইস্তফাপত্র ছিঁড়ছেন দেখুন ভিডিয়ো
গত রবিবার বীরেন সিং দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে। সূত্রের খবর, তখনই তাঁকে শাহ জানিয়ে দেন, হিংসা না থামলে তাকে সরতেই হবে। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে ইম্ফলের পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হতে শুরু বিরোধীর দীর্ঘদিন ধরেই তাঁর ইস্তফার দাবিতে সরব।