Pune: বাইক বাহিনীর হামলায় মৃত্যু পুনের পৌরসভার প্রাক্তন আধিকারিকের, তদন্তে পুলিশ

রবিবার রাতে দুষ্কৃতি হামলায় মৃত্যু হল পুনে পৌরসভার প্রাক্তন কর্পোরেটর তথা এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) নেতা বনরাজ আন্দেকরের।

রবিবার রাতে দুষ্কৃতি হামলায় মৃত্যু হল পুনে পৌরসভার প্রাক্তন কর্পোরেটর তথা এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) নেতা বনরাজ আন্দেকরের (Vanraj Andekar)। জানা যাচ্ছে, এদিন প্রায় ৬টি বাইকে করে কমপক্ষে ১২ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাঁর ওপর হামলা করেন। ঘটনাটি ঘটেছে পুনের নানা পেথ এলাকায়। জানা যাচ্ছে, বন্দুকের গুলির পাশাপাশি অজিতের শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে তাঁর ওপর কেন হামলা চালানো হল এবং কারা তাঁকে খুন করতে চেয়েছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ।

জানা যাচ্ছে, দুষ্কৃতিরা আগে থেকেই বনরাজের ওপর নজর রাখছিল। এদিন তাঁর ওপর হামলা চালানো আগে এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা এবং সিসিটিভি ক্যামেরাকে নষ্ট করার পরিকল্পনা করেছিল আততায়ীরা। ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এদিন রাতে তিনি বাড়ির কাছে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। সেই সময় একদল যুবক বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর সেই যুবকরা তাঁকে ধরে ভেতরে নিয়ে যায়। অন্যদিকে এই হামলা দেখে তাঁর বন্ধু পালিয়ে যায়। বনরাজের ওপর হামলা চালিয়ে দুষ্কৃতিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়।

প্রাথমিক তদন্তের পুলিশের দাবি, যাঁরা হামলা চালিয়েছিল তাঁরা বনরাজের পূর্ব পরিচিত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই হামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থমথমে রয়েছে এলাকা।