Biharsharif Violence: বিহারশরিফে হিংসাত্বক এলাকা পরিদর্শনে ডিজিপি

গগন দিওয়ান মসজিদ, কার্গিল বাসস্ট্যান্ড, বাবা মাদিরাম আখাড়া সহ বেশ কিছু জায়গা ঘুরে দেখেন ডিজিপি আর এস ভাট্টি

Photo Credit ANI

বিহার শরীফে হিংসার ঘটনায় পরিদর্শনে এলেন বিহারের ডিজিপি আর এস ভাট্টি।রবিবার হিংসা উপদ্রুত এলাকাগুলিতে পরিদর্শনে যান তিনি। পরবর্তীতে সিনিয়র আধিকারীকদের নিয়ে একটি আলোচনাও সারেন। বিহার শরীফের এসপি অশোক মিশ্র এবং অন্যান্য পুলিশ আধীকারিকরা উপস্থিত ছিলেন এই আলোচনা চক্রে।

এদিন গগন দিওয়ান মসজিদ, কার্গিল বাসস্ট্যান্ড, বাবা মাদিরাম আখাড়া সহ বেশ কিছু জায়গা ঘুরে দেখেন ডিজিপি আর এস ভাট্টি।

ঝামেলা রুখতে সারারাম ও বিহারশরীফে জারি করা হয়েছে ১৪৪ ধারা। রাম নবমীর শোভাযাত্রাকে ঘিরে দু পক্ষের মধ্যে সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে বিহার শরীফ এলাকা। শনিবার হিংসাত্বক ঘটনায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিহারের মুখ্যমন্ত্রীর তরফে নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরন দেওয়ার কথা জানানো হয়েছে। যেকোন হিংসাত্বক ঘটনাকে রুখতে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।