COVID-19: মানলেন না বাধা, স্বামীর শেষকৃত্যের জন্য কোয়ারেন্টিন সেন্টার থেকে পালিয়ে গেলেন মহিলা

প্রতীকি ছবি

পাটনা, ১৯ মে: স্বামীর শেষকৃত্য সম্পন্ন করতে কোয়ারেন্টিন সেন্টার (Quarantine Center) থেকে পালিয়ে গেলেন মহিলা৷ যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায় বিহারের (Bihar) মুঙ্গের জুড়ে৷

গত ১৩ মে মুঙ্গেরের রামনগর পাটান গ্রামে কোভিডে (COVID 19) আক্রান্ত হন বছর আঠাশের বিকাশ মণ্ডল৷ স্বামী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বেগুসরাইয়ের সর্দার হাসপাতালে ভর্তি করেন কাঞ্চনা দেবী৷ চিকিৎসার মাঝে আচমকাই মৃত্য়ু হয় বিকাশ মণ্ডলের৷ কয়েকদিনের মধ্যে বিকাশ মণ্ডলের মৃত্যু হলে শেষকৃত্যে হাজির হতে চান কাঞ্চনা কিন্তু তাঁকে নিষেধ করা হয় পরিবারে তরফে৷ তাঁকেও পাঠানো হয় কোয়ারেন্টিন সেন্টারে৷

ওই সময় কাঞ্চনা স্বামীর শেষকৃত্যের জন্য শ্বশুরবাড়ির লোকের কাছে আবেদন জানান৷ তাঁরাও ফিরিয়ে দেন কাঞ্চনাকে৷ তাঁর বাপের বাড়ির লোকজনও এগিয়ে আসেননি৷ শেষে স্বামীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য কাঞ্চনা তাঁর মায়ের সাহায্য চান৷

আরও পড়ুন: American Vaccines: বড় খবর! 'করোনার ভারতীয় ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করবে আমেরিকান ভ্যাকসিন'

এরপর মায়ের (Mother) সাহায্য নিয়ে সমস্তিপুর কোয়ারেন্টিন সেন্টার থেকে পালিয়ে যান কাঞ্চনা দেবী৷ কোয়ারেন্টিন সেন্টার থেকে পালিয়ে গিয়ে স্বামীর শেষকৃত্য সম্পন্ন করেন কাঞ্চনা দেবী৷ তবে স্বামীর মৃত্যুর ৬ দিন পর কাঞ্চনা সমস্তিপুর থেকে বেগুসরাইতে গিয়ে পৌঁছতে পারেন৷

বেগুসরাইয়ের সর্দার হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষের কাছে স্বামীর মৃতেদহ তাঁর হাতে তুলে দেওয়ার আবেদন জানান কাঞ্চনা৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিকাশ মণ্ডলের দেহ কাঞ্চনার হাতে তুলে দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়৷ এরপর বিহারের সিমারিয়া ঘাটে স্বামীর শেষকৃত্য সম্পন্ন করেন কাঞ্চনা৷