Bihar Stampede: হাথরসের পর এ বার বিহার, মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের, আহত আরও ৯
সোম সকালে এই ঘটনাটি ঘটেছে জেহানাবাদ জেলার মখদুমপুরে বাবা সিদ্ধনাথ মন্দিরে।
নয়াদিল্লিঃ ফিরল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরসের(Hathras) স্মৃতি। বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরে(Baba Siddhnath Temple)পদপিষ্ট(Stampede) হয়ে মৃত্যু ৭ জনের। আহত হয়েছে আরও ৯ জন। সোম সকালে এই ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) জেহানাবাদ জেলার মখদুমপুরে বাবা সিদ্ধনাথ মন্দিরে। জেহানাবাদের এসএইচও দিবাকর কুমার বিশ্বকর্মা বলেছেন,"ডিএম এবং এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখছেন। মোট সাতজনের মৃত্যু হয়েছে। আমরা মৃত ও আহতদের পরিবারের সদস্যদের যোগাযোগ করছি এবং জিজ্ঞাসাবাদ করছি। মৃতদেহগুলি সনাক্ত করার কাজ চলছে। এরপর সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।" এই কয়েকমাস আগের কথা। উত্তর প্রদেশেরট হাথরস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অন্তত ১০৭ জনের মৃত্যু হয়। হাথরস জেলার সিকান্দ্রা রাউ এলাকার রতি ভানপুর গ্রামে 'ভোলেবাবা' নামক এক ধর্মপ্রচারক তাঁর অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠানস্থল থেকে বেরনোর চেষ্টা করেন অনেকে। তখনই ভিড়ের চাপে পদপিষ্ট হন বহু মানুষ।
শুনুন কী বলছেন জেহানাবাদের এসএইচও দিবাকর কুমার বিশ্বকর্মা