Bihar: শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দেদার মদ্যপান, অভব্য আচরণ শিক্ষকদের, শোকজ লেটার ধরাল শিক্ষা দফতর

অভিযুক্ত শিক্ষকদের শোকজ লেটার ধরানো হয়েছে। পাশাপাশি তদন্তের নির্দেশে দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ শিক্ষামূলক ভ্রমণে গিয়ে অভব্য আচরণ, দেদার মদ্যপান (Alcohol)কাঠগড়ায় শিক্ষকেরা(Teachers)। এমনকী ছাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) সাহারসায়। বিহার দর্শন যোজনার অধীনে শিক্ষামূলক ভ্রমণে ভীমনগরের কোশী ব্যারেজে নিয়ে যাওয়া হয়েছিল ৪৫ জন পড়ুয়াকে। সেখানেই মদ্যপানে মাতেন শিক্ষকেরা। মাছ ভাজা সহযোগে মদ্যপান করেন তাঁরা। ছাত্রছাত্রীদের সামনেই চলে পার্টি। এমনকী ফেরার পথে বাসে উত্তেজনা ছড়ান মত্ত শিক্ষকেরা। পড়ুয়ারা প্রতিবাদ করায় তাদের সঙ্গে তুমুল ঝামেলা বাঁধে। কথা কাটাকাটি শুরু হয়। বাস ফেরার পর ঘটনার কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। এই খবর পেয়েই পদক্ষেপ করেছে রাজ্য শিক্ষা দফতর। অভিযুক্ত শিক্ষকদের শোকজ লেটার ধরানো হয়েছে। পাশাপাশি তদন্তের নির্দেশে দেওয়া হয়েছে। অবাক করার বিষয় হল অভিযুক্ত শিক্ষকদের তালিকায় রয়েছেন স্কুলের প্রধান শিক্ষকও। তাঁকেও শোকজ করা হয়েছে বলে খবর। এই ঘটনার তীব্র নিন্দা করছেন অনেকেই।

 

শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দেদার মদ্যপান, অভব্য আচরণ শিক্ষকদের, শোকজ লেটার ধরাল শিক্ষা দফতর