Prashant Kishor: 'বিহারি বলে অপমান করলেই তুলুন জয় বিহার স্লোগান', নতুন দল প্রশান্ত কিশোরের
সম্প্রতি বিহারি বলে কয়েকজনকে বাংলায় (শিলিগুড়ি) মারধর করা হয় বলে অভিযোগ। সিআইএসএফের পরীক্ষা দিতে ওই পড়ুয়ারা বাংলায় গেলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ক্ষোভ উগরে দেন।
পাটনা, ২ অক্টোবর: এবার নতুন রাজনৈতিক দল তৈরি করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। জন সূরয পার্টি (Jan Suraaj Party) নামে বিহারের জন্য নয়া রাজনৈতিক দল তৈরি করেন প্রশান্ত কিশোর। 'জয় বিহার' (Bihar) স্লোগান দিয়ে নতুন জন সূরয পার্টি তৈরি করেন প্রশান্ত। শুধু তাই নয়, 'বিহারি বলে আপনার সন্তানকে যদি কেউ অপমান করে, তাহলে জয় বিহার বলে জোরে স্লোগান এবার থেকে তুলুন' বলেও মন্তব্য করেন পি কে। বিহারের আওয়াজ এবার দিল্লি পর্যন্ত পৌঁছনো জরুরি বলেও মন্তব্য করতে শোনা যায় প্রশান্ত কিশোরকে।
সম্প্রতি বিহারি বলে কয়েকজনকে বাংলায় (শিলিগুড়ি) মারধর করা হয় বলে অভিযোগ। সিআইএসএফের পরীক্ষা দিতে ওই পড়ুয়ারা বাংলায় গেলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ক্ষোভ উগরে দেন। ওই ঘটনার প্রসঙ্গ তুলে এবার নয়া দল গঠনের সময় 'জয় বিহার' স্লোগান তোলেন প্রশান্ত কিশোর। বাংলার পাশাপাশি তামিলনাড়ু, দিল্লি, মুম্বইয়ের মত শহরে যেখানে বিহারিদের অপমান করা হয়, সেখানকার মানুষ জয় বিহার স্লোগান তুলুন বলে আজ মন্তব্য করেন প্রশান্ত কিশোর।