Chhapra Hooch Tragedy: শরীরের শক্তি বাড়ালে বিষাক্ত মদ সহ্য করা যাবে! বলছেন বিহারের শিল্পমন্ত্রী
খেলাধুলোর মাধ্যমে শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে এই ধরনের বিষাক্ত মদ সহ্য হয়ে যাবে বলে মন্তব্য করেন সমীর মহাশেঠ।
বৈশালি: ছাপরায় বিষাক্ত মদ (Chhapra Hooch Tragedy) খেয়ে মৃতের সংখ্যা যত বাড়ছে ততই বাড়ছে বিতর্ক। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে এই নিয়ে সরকার ও বিরোধী পক্ষের সাংসদদের গণ্ডগোলে বৃহস্পতিবার ১৫ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় রাজ্যসভাও। এর মাঝে বিষাক্ত মদ সহ্য করার জন্য শরীরের শক্তি বৃদ্ধিতে নজর দেওয়ার পরামর্শ দিলেন বিহারের শিল্পমন্ত্রী সমীর মহাশেঠ (Bihar Industry Minister Sameer Mahaseth)।
বুধবার সন্ধ্যায় হাজিপুরের কুশওয়া আশ্রমে আয়োজিত রাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় (state-level badminton tournament) যোগ দিতে গিয়েছিলেন বিহারের শিল্পমন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "খারাপ মানের মদ (poor quality of liquor) বিহারে আসছে। এর ফলে মানুষের স্লো পয়জেনিং (slow poisoning) হচ্ছে।"
এরপরই খেলাধুলোর মাধ্যমে শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা (immune syestem) বাড়লে এই ধরনের বিষাক্ত মদ (spurious liquor) সহ্য হয়ে যাবে বলে মন্তব্য করেন সমীর মহাশেঠ। বলেন, "খেলার (sports) মধ্যে থেকে যদি আপনি নিজেকে আরও শক্তিশালী (stronger) করে তুলতে পারেন, তাহলে মদ সহ্য (tolerate) করতে পারবেন।" আরও পড়ুন: Karnataka Hindu Mahasabha Chief Arrested: শিল্পপতিকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল কর্ণাটক হিন্দু মহাসভার প্রধানকে
সারন (Saran) জেলার ছাপরায় (Chhapra) এখনও পর্যন্ত বিষ মদের (spurious liquor) কারণে কমপক্ষে ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে নীতীশ কুমারের (Nitish Kumar) নেতৃত্বাধীন জোট সরকার সবরকম চেষ্টা করছে বলে মন্তব্য করেন এই আরজেডি নেতা (RJD leader)। এপ্রসঙ্গে বলেন, "যদি মানুষ বিষ (poison) খেয়ে মারা যায় তাহলে বিহারে খারাপ (wrong) কিছু হচ্ছে এটা ধরে নিতে হবে। আর এই পথে গেলে বিহার উপরে (heights) পৌঁছতে পারবে না। তার থেকে মানুষ যদি মদ খাওয়ার অভ্যেস (habit of drinking) ত্যাগ করতে পারেন (give up) সেটা সব থেকে ভালো জিনিস হবে।"