IPL Auction 2025 Live

Bihar Floor Test: 'আমরা নীতিশকে সব সময় সম্মান করব', আস্থা ভোটের সময় বললেন তেজস্বী

Tejashwi Yadav (Photo Credit: ANI/Twitter)

সোমবার ফের আস্থা ভোট দেখল বিহার (Bihar)। নীতিশ কুমার (Nitish Kumar) যখন মহাগাঁটবন্ধন ছেড়ে বিজেপির সঙ্গে জোট বাঁধেন, সেই সময় ফের বিহার বিধানসভায় আস্থা ভোট সম্পন্ন হয়। বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হন নীতিশ কুমাররা। কিন্তু আস্থা ভোটের আগে ফের নীতিশ কুমারকে কড়া ভাষায় না হলেও, বেশ বিঁধিয়েই আক্রমণ করেন আরজেডির তেজস্বী যাদব। তেজস্বী (Tejwashwi Yadav) বলেন, আপনি যখন রাজভাবন থেকে বেরিয়ে আসেন, তখন বলেন মন ভাল লাগছিল না। এরপরই তেজস্বীর কড়া আক্রমণ, আমরা কি নাচ, গান করার জন্য ওখানে ছিলাম? এরপরই তেজস্বীর সংযোজন, নীতিশ যখন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান, তাঁকে সমর্থনের জন্য সেখানে তাঁরা ছিলেন।

আরও পড়ুন: Bihar: 'বিহারে মোদীকে রুখবে আপনার ভাইপো', নীতিশকে বললেন তেজস্বী

শুনুন কী বললেন তেজস্বী যাদব...