Bihar: কুখ্যাত ডাকাত দলকে ধরতে পুলিশের এনকাউন্টার, উত্তপ্ত পূর্ব চম্পারণ

আহত পুলিশ কর্মীদের সর্দার হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। যে দুই ডাকাত নিহত পুলিশের গুলিতে, তাদের কাছ থেকে পিস্তল, বন্দুর, গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার-সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Bihar Encounter (Photo Credit: ANI)

পাটনা, ২ জুন: বিহারে পুলিশের সঙ্গে এনকাউন্টারে  কুখ্যাত ডাকাত দলের।  বিহারের পূর্ব চম্পারন জেলায় পুলিশের সঙ্গে ডাকাত দলের সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, পূর্ব চম্পারণে ২৫-৩০ জনের একটি ডাকাত দলের খোঁজ শুরু করা হয় পুলিশের তরফ। এরপরই পুলিশকে লক্ষ্য করে পালটা হামলা চালায় ডাকতদের দলটি। ডাকাত জলের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে পরপর ২ জনের মৃত্যু হয়।  মৃত দুজনই কুখ্যাত ডাকাত দলের সদস্য বলে খবর।  ওই ঘটনায় ২ পুলিশ কর্মীর আহত হওয়ার খবর মেলে।

আহত পুলিশ কর্মীদের সর্দার হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। যে দুই ডাকাত নিহত পুলিশের গুলিতে, তাদের কাছ থেকে পিস্তল, বন্দুর, গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার-সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি বিহার থেকে পালাতে যাতে নেপাল সীমান্ত পার করতে না পারে ডাকাতদের দলটি, সেদিকে সতর্ক পুলিশ। ফলে নেপাল সীমান্ত জারি করা হয়েছে কড়া সতর্কতা।



@endif