Tejashwi Yadav Attacks BJP: 'ভগবান বজরঙ্গবলী বিজেপির উপর রেগে আছে', ভিডিয়োতে শুনুন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বক্তব্য

আগামীকাল ফলাফল প্রকাশ হবে কর্নাটক বিধানসভা নির্বাচনের। বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়েছে দক্ষিণের রাজ্যে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের।

Photo Credits: FB and pxfuel

পাটনা: আগামীকাল ফলাফল প্রকাশ হবে কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Elections 2023)। বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়েছে দক্ষিণের রাজ্যে বিজেপিকে (BJP) হারিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের (Congress)। আর তাই গেরুয়া শিবিরকে কটাক্ষ করে ইতিমধ্যেই নানা মন্তব্য করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। শুক্রবার সন্ধ্যেয় এই বিষয়ে নিয়ে কটাক্ষ করতে দেখা গেল বিহারের উপমুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবকে (Bihar Deputy  & RJD Chief Minister Tejashwi Yadav)।

কর্নাটক বিধানসভা ভোটের প্রচারের সময় কংগ্রেস বজরঙ্গ দলকে (Bajrang Dal) নিষিদ্ধ করার কথা বলতেই বজরঙ্গবলীকে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন বিজেপি নেতা-নেত্রীরা। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বজরঙ্গবলীর নাম করে জনসভা শুরু করছিলেন। এই বিষয় নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে শুরু করেন।

আজ পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয় মনে করিয়ে কটাক্ষের সুরে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, "ভগবান বজরঙ্গবলী (Lord Bajrang Bali) বিজেপির উপর রেগে (angry) আছে। এটা তারই ফল।"