Controversy Erupts In Bihar: 'ইশ্বর আল্লা তেরো নাম' গাওয়ায় থামিয়ে দেওয়া হল লোকশিল্পীকে, পালটা উঠল 'জয় শ্রীরাম' স্লোগান; প্রিয়াঙ্কার কটাক্ষ
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিহারের ওই ভিডিয়ো শেয়ার করেন। সেখানে তিনি অভিযোগ করেন, মহাত্মা গান্ধীর জন্ম বা মৃত্যুবার্ষিকীতে বিজেপি নেতাদের তাঁকে ফুল দিয়ে অসম্মান জানান কিন্তু আসলে তাঁরা বাপুকে সম্মান জানান না।
দিল্লি, ২৬ ডিসেম্বর: 'রঘুপতি রাঘব রাজারাম' গাওয়ার সময় চুপ করতে বলা হল বিহারের লোকশিল্পী দেবীজিকে। বিজেপির (BJP) একটি অনুষ্ঠান বিহারে চলাকালীন সেখানে হাজির হন লোকসঙ্গীত শিল্পী দেবীজি। মাইকের সামনে ওই লোকসঙ্গীত শিল্পী রঘুপতি রাঘব গাইলে, তাঁর কানে কিছু বলা হয় মঞ্চে থাকা বিজেপির নেতাদের তরফে। এরপরই দেবীজিকে বলতে শোনা যায়, কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। অর্থাৎ মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রিয় ভজন গাওয়ায় মঞ্চে থাকা বিজেপি নেতারা অসহিষ্ণুতার পরিচয় দেন বলে অভিযোগ করা হয় কংগ্রেসের তরফে।
প্রিয়াঙ্কা গান্ধী নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিহারের ঘটনা নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেখানেই দেখা যায়, লোকশিল্পী দেবীজি মহাত্মা গান্ধীর প্রিয়া ভজন গাইলে তাঁকে থামিয়ে দেএয়া হয়। যার জেরে ওই ঘটনার কটাক্ষ করেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন, বিজেপি মুখে মুখে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা দেখায় বলে দাবি কিন্তু আদতে তা তারা করে না।
প্রিয়াঙ্কা গান্ধীর তরফে ওই ঘটনার বিরোধিতা করা হয়...
তেমনি বি আর আম্বেদকরকেও বিজেপি নেতারা সম্মান জানান কিন্তু প্রকৃত অর্থে তাঁরা তা করেন না বলে অভিযোগ করেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ।
প্রসঙ্গত দেবীজির বিরুদ্ধে স্লোগান উঠতেই, সেই ছবি পালটানোর চেষ্টা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। দেবীজির হাজিরাতেই 'জয় শ্রীরাম স্লোগান' দিয়ে চেঁচামেচি থামানোর চেষ্টা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।