Nitish Kumar: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে কী বললেন নীতীশ কুমার? দেখুন অটল সমাধি স্থলের ভিডিয়ো
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে দেশজুড়ে তাঁকে স্মরণ করা হচ্ছে। বুধবার দুপুরে নয়াদিল্লির অটল সমাধি স্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার।
নয়াদিল্লি: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Former Indian Prime Minister Atal Bihari Vajpayee) প্রয়াণ দিবসে (death anniversary) দেশজুড়ে তাঁকে স্মরণ করা হচ্ছে। বুধবার দুপুরে নয়াদিল্লির অটল সমাধি স্থলে (Atal Samadhi Sthal) গিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)।
দেখুন ভিডিয়ো:
একদা বিজেপির (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটে থাকলেও এখন তাদের বিরোধী জোট ইন্ডিয়ার (INDIA) গুরুত্বপূর্ণ নেতার ভূমিকায় রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। তাই প্রাক্তন বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁর সমাধিস্থলে গিয়ে নীতীশ কুমারের শ্রদ্ধা নিবেদনের বিষয় নিয়ে জল্পনা তৈরি হয়। পরে নিজের অটল সমাধি স্থলে এসে শ্রদ্ধা নিবেদনের কারণটি স্পষ্ট করেন বিহারের মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে নীতীশ কুমার বলেন, "প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীজির প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানানোর (pay tribute) জন্য আমি এখানে এসেছি। আমি কোনওদিন ভুলব (forget) না কীভাবে আমরা একসঙ্গে (together) কাজ করতাম। বিহারের মুখ্যমন্ত্রী (CM of Bihar) হিসেবে যখন আমি প্রথমবার শপথ (oath) নিয়েছিলাম তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন।" আরও পড়ুন: Jaishankar Pays Tributes to Vajpayee : অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
দেখুন ভিডিয়ো: