Bihar Araria Shocker: বিহারে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল স্বামী, বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক জেনে ফেলার শাস্তি!
বিহারের আরারিয়ার এক গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় নিজের স্ত্রী-র গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল স্বামী।
বিহারের আরারিয়ার এক গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় নিজের স্ত্রী-র গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল স্বামী। গায়ে আগুন লাগা অবস্থায় ছুটে সে প্রাণে বাঁচার চেষ্টা করে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সে পথেই মারা যায়।
আরারিয়ার বাগুলাহা গ্রামে সন্তোষ যাদব ও লুসির বিয়ে হয় ২০১৮ সালে। তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঝগড়া লেগে থাকত। বৃহস্পতিবার রাতে স্বামীর বৌদি রূপা দেবীর সঙ্গে ঘরোয়া বিষয়ে ঘোর বিবাদ শুরু হয় লুসির। রূপা দেবী ঝগড়ার মাঝে লুসিকে নিয়ে সন্তোষের কাছে অভিযোগ করে। এরপর সন্তোষ রাগের মাথায় ২৫ বছরের লুসির গায়ে পেট্রোল ছুড়ে দিশলাই ধরিয়ে আগুন ঝরিয়ে দেয়। লুসি আগুন থেকে বাঁচার চেষ্টা করলে রূপা দেবী জোর করে তাকে আটকে রাখে। এমন অভিযোগ করেন লুসির বাবা ব্রহ্মদেব যাদবষ
দেখুন খবরটি
গ্রামবাসীরা এরপর অগ্নিদগ্ধ লুসিকে স্থানীয় রানিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হলে, ভাল চিকিতসার জন্য পটনায় রেফার করা হয়। কিন্তু সেখানে যাওয়ার সময় পথেই লুসির মৃত্য়ু হয়। গ্রামবাসীরা লুসির পরিবারকে খবর দিলে, তারা দেখে তাদের মেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে। মেয়েটির বাবা ব্রহ্মদেব যাদব তার জামাই সন্তোষ যাদব ও জামাইয়ের বৌদি রূপা দেবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।