Goods Train Derail: গয়াতে লাইনচ্যুত কয়লাবোঝাই ট্রেনের ৫৩টি ওয়াগন, ব্যাহত পরিষেবা
বুধবার সাতসকালে গয়া জেলাতে লাইনচ্যুত হল কয়লাবোঝাই ট্রেনের ৫৩টি ওয়াগন। দুর্ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার ধানবাদ ডিভিশনের কোডারমা ও মানপুর রেল স্টেশনের মাঝে অবস্থিত গুরপা স্টেশনে।
গয়া: বুধবার সাতসকালে গয়া (Gaya) জেলাতে লাইনচ্যুত (Derail) হল কয়লাবোঝাই ট্রেনের ( Coal-Laden Goods train) ৫৩টি ওয়াগন। দুর্ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার ধানবাদ ডিভিশনের কোডারমা ও মানপুর রেল স্টেশনের মাঝে অবস্থিত গুরপা স্টেশনে (Gurpa Station)।
পূর্ব-মধ্য রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ২৪ মিনিটে গুরপা স্টেশনে কয়লাবোঝাই একটি ট্রেনের ৫৩টি ওয়াগন লাইনচ্যুত হয়। এর ফলে চারিদিকে ছড়িয়ে পরে কয়লা। সাতসকালে এই দুর্ঘটনা ঘটার ফলে ধানবাদ ডিভিশনের আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে এই দুর্ঘটনার ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এই দুর্ঘটনা ঘটার পরেই উদ্ধারকারী ট্রেন ও রেলওয়ে আধিকারিকদের দল বারওয়াদি,গয়া, গুমো ও ধানবাদ থেকে ঘটনাস্থলে গিয়ে পৌঁছছে। লাইনচ্যুত হওয়া কয়লাবোঝাই ওয়াগনগুলো রেললাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।