Bihar:ছেলের জন্মদিনের পার্টির মাঝে আত্মঘাতী বাবা
পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
নয়াদিল্লিঃ একমাত্র ছেলের জন্মদিন(Birthday) বেশ ধুমধাম করেই পালন হচ্ছিল। বাড়ি ভর্তি অতিথি(Guest)। টেবলে কেক(Cake) সাজানো। তবে বাবা ছাড়া কেক কাটতে নারাজ ছোট ছেলে। কেক কাটার জন্য বাবাকে ডাকতে গিয়ে দরজা খুলতেই স্তব্ধ শিশু। ঘরের মধ্যে ঢুকেই সিলিং ফ্যানে বাবার ঝুলন্ত দেহ দেখল শিশু। বেডরুমে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন সুধাংশু শেখর নামে এক ব্যক্তি। বয়স ৪৫। জানা গিয়েছে আর্থিক সমস্যায় ভুগছিলেন তিনি। যার জেরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্ত্রীর সঙ্গেও বচসা লেগেছিল। এদিন অফিস থেকে ফিরে আত্মহত্যা করেন তিনি। জানা গিয়েছে, সমস্তিপুর বিদ্যুৎ বিভাগে কাজ করতেন তিনি। সম্প্রতি সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা খোয়ান। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকী ছেলের জন্মদিন উদযাপন নিয়েও স্ত্রী পুনম শেখরের সঙ্গে বচসা বাঁধে। পুণম ছেলের জন্মদিন নিয়ে ব্যস্ত ছিলেন। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আসছেন বলে ঘরে ঢোকেন। দীর্ঘক্ষণ ঘর থেকে না বেরোনয় শিশুই বাবাকে কেক কাটার জন্য ডাকতে যায়। দরজা খুলতেই এই দৃশ্য দেখে সে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই আত্মহত্যার নেপথ্যে অন্য কোনও কারণ লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ছেলের জন্মদিনের পার্টির মাঝে আত্মঘাতী বাবা