Bhopal Shocker: 'ব্ল্যাক ম্যাজিকের' ভিডিয়োতে আসক্ত, 'ডাইনি' সন্দেহে মাকে খুন করল ছেলে

রিপোর্টে প্রকাশ, বয়স বাড়ছে ফলে তাঁকে বিয়ে দিতে হবে বলে মায়ের উপর ক্রমাগত চাপ বাড়াতে শুরু করে ওই যুবক। কিন্তু হাতে কোনও কাজ বা চাকরিবাকরি না থাকায় ছেলের বিয়ে দিতে অস্বীকার করেন মা। চাকরি পাওয়ার পর ওই যুবক য়ে কোনওদিন বিয়ে করতে পারবে বলে জানান তার মা। এরপর মায়ের উপর রেগে গিয়েই তাঁকে পিটিয়ে খুন করে ছেলে। এমনই জানা যায়।

Crime (Representational Image)

ভোপাল, ১০ নভেম্বর: 'ডাইনি' সন্দেহে মাকে পিটিয়ে খুন করল এক যুবক। মধ্যপ্রদেশের ভোপালে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, ভোপালে বছর ৩২-এর এক যুবক ইউটিউবে সব সময় কালো যাদুর ভিডিয়ো দেখত।  কালো যাদুর পাশাপাশি বিভিন্ন ধরনের ভূতের ভিডিয়োও দেখতে শুরু করে ওই যুবক।  কালো যাদুর বিভিন্ন ভিডিয়ো দেখতে দেখতে নিজের মাকে 'ডাইনি' বলে সন্দেহ করে ওই যুবক।  এরপরই নিজের মাকে পাইপ এবং ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে।

রিপোর্টে প্রকাশ, বয়স বাড়ছে ফলে তাঁকে বিয়ে দিতে হবে বলে মায়ের উপর ক্রমাগত চাপ বাড়াতে শুরু করে ওই যুবক।  কিন্তু হাতে কোনও কাজ বা চাকরিবাকরি না থাকায় ছেলের বিয়ে দিতে অস্বীকার করেন মা।  চাকরি পাওয়ার পর ওই যুবক য়ে কোনওদিন বিয়ে করতে পারবে বলে জানান তার মা।  এরপর মায়ের উপর রেগে গিয়েই তাঁকে পিটিয়ে খুন করে ছেলে।  এমনই জানা যায়।  তবে মা পা পিছলে ছাদের উপর থেকে পড়ে গিয়েছেন বলে দাদাকে জানায় অভিযুক্ত। এমনকী, তার মা 'ডাইনি' বলে তাঁকে খুন করেছে বলে দাবি করে ওই যুবক।  তবে ময়নাতদন্তের পর মৃতদেহে একাধিক ক্ষত থাকায় পুলিশের সন্দেহ হয়।  এরপর ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনা প্রকাশ্যে আসে।

অবিযুক্তর দাদা জানান, বাড়ি ফেরার পর তিনি মায়ের রক্তাক্ত দেহ দেখতে পান। ভাইকে চেপে ধরলে প্রথমে সত্যি স্বাকার করেনি। পরে তিনি বিষয়টি আন্দাজ করলে, ভাই তাঁকে হুমকি দিতে শুরু করে। মায়ের মৃত্যু নিয়ে পুলিশক কিছু জানালে ওই যুবক দাদারও একই হাল করবে বলে হুমকি দেয়। তবে ভাইের হুমকি উপেক্ষা করেই পুলিশের দ্বারস্থ হন মৃতের বড় ছেলে।