Hathras Stampede: হাথরসের নির্মম কাণ্ডে ৩,২০০ পাতার চার্জশিট পুলিশের, নেই স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার নাম
ভোলে বাবার ওই সৎসঙ্গে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে যে ভিড় লক্ষ্য করা যায়, তার জেরেই পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। পদপিষ্ট হওয়ার ঘটনায় এক নাগাড়ে ১২১ জনের প্রাণ যাওয়ায়, তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়।
দিল্লি, ৩ অক্টোবর: হাথরসে (Hathras) পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় ৩,২০০ পাতার চার্জশিট ফাইল করল পুলিশ (Police)। হাথরস কাণ্ডে ৩,২০০ পাতার চার্জশিট ফাইল করা হলেও, সেখানে ভোলে বাবার নাম নেই বলে খবর। গত ২ জুলাই হাথরসে স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবার সৎসঙ্গ ছিল। যেখানে নিয়ম বহির্ভূতভাবে কয়েক হাজার মানুষ হাজির হন। ভোলে বাবার ওই সৎসঙ্গে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে যে ভিড় লক্ষ্য করা যায়, তার জেরেই পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যু হয়। পদপিষ্ট হওয়ার ঘটনায় এক নাগাড়ে ১২১ জনের প্রাণ যাওয়ায়, তা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়।
দুর্ঘটনার প্রায় আড়াই মাস পর পুলিশ চার্জশিট ফাইল করলে, সেখানে ১১ জন অভিযুক্তর নাম দেখা যায়। কিন্তু বাদবাকিদের নাম চোখে পড়লেও, ভোলে বাবার নাম সেখানে সংযুক্ত করা হয়নি বলে খবর। যা নিয়ে ফের নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।