Bharatiya Nyaya Sanhita: দেশজুড়ে লাগু 'ভারতীয় ন্যায় সংহিতা',নয়া আইনের অধীনে হকারের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের
রতীয় ন্যায় সংহিতা' আইনের অধীনে ৩৫৮ টি ধারা রয়েছে (আইপিসি'র ৫১১ টি ধারার পরিবর্তে) । সংহিতা আইনে মোট ২০ টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ৩৩ টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজা বৃদ্ধি করা হয়েছে
নয়াদিল্লিঃ আজ, ১ লা জুলাই থেকে দেশজুড়ে কার্যকর তিন ফৌজদারি আইন। যার মধ্যে অন্যতম হল 'ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)।' আজ থেকে এই আইন লাগু হতেই প্রথম মামলা দায়ের। আই আইনের অধীনে প্রথম মামলা দায়ের হয়েছে দিল্লির (Delhi) কমলা মার্কেট থানায় (Kamala Market District)। মামলা রুজু হয়েছে এক হকারের বিরুদ্ধে। অভিযুক্তের নাম পঙ্কজ কুমার। বিহারের বারহের বাসিন্দা তিনি। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজের নীচে ব্যবসা করেন। তাঁর বিরুদ্ধে রাস্তা আটকে ব্যবসা করার অভিযোগ উঠেছে ৷ ভারতীয় ন্যায় সংহিতা আইনের ২৮৫ ধারায় এই হকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এফআইআর-এ পুলিশ উল্লেখ করেছে, অভিযুক্ত পঙ্কজ কুমার প্রধান সড়কের কাছে একটি ঠেলায় করে তামাক এবং জল বিক্রি করছিলেন ৷ এই ব্যবসার ফলে নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছিল । ওই এলাকায় টহলরত পুলিশ অভিযুক্তকে ঠেলাটিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন৷ তবে তিনি পুলিশের কথায় কর্ণপাত না করে রাস্তা আটকে নিজের ব্যবসা চালিয়ে যান। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রসঙ্গত, 'ভারতীয় ন্যায় সংহিতা' আইনের অধীনে ৩৫৮ টি ধারা রয়েছে (আইপিসি'র ৫১১ টি ধারার পরিবর্তে) । সংহিতা আইনে মোট ২০ টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ৩৩ টি অপরাধের জন্য কারাদণ্ডের সাজা বৃদ্ধি করা হয়েছে । এ ছাড়া ৮৩ টি অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।