Bharat Jodo Yatra: 'ঘৃণার বাজারের মাঝে ভালবাসার দোকান খুলেছে এই যাত্রা', দিল্লিতে প্রবেশ করে বার্তা রাহুলের
কেন্দ্র বনাম বিরোধী দলের এই সংঘাতের জেরে দিল্লিতে আদৌই ভারত জোড়ো যাত্রা প্রবেশ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে রাজধানী দিল্লিতে প্রবেশ করল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা
ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ কর্মসূচি চালাচ্ছে কংগ্রেস (Congress)। রাহুল গান্ধী(Rahul Gandhi)-র নেতৃত্বে এই যাত্রায় মানা হচ্ছে না কোভিড বিধি, এমনটাই অভিযোগ করেছে কেন্দ্র। পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কেন্দ্র বনাম বিরোধী দলের এই সংঘাতের জেরে দিল্লিতে আদৌই ভারত জোড়ো যাত্রা প্রবেশ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে যাবতীয় জল্পনা উড়িয়ে রাজধানী দিল্লিতে প্রবেশ করল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা।আর দিল্লিতে প্রবেশ করেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন রাহুল গান্ধী। তিনি বলেন, “নফরত কি বাজারে ইয়ে যাত্রা মহব্বত কি দুকান খুলা হ্যায়(ঘৃণার বাজারের মাঝে ভালবাসার দোকান খুলেছে এই যাত্রা)।”
রাহুল বলেন, “ভারতের সাধারণ মানুষ ভালবাসার কথা বলছেন। প্রত্যেকটি রাজ্যেই লক্ষ লক্ষ মানুষ এই যাত্রায় যোগ দিয়েছেন। আরএসএস ও বিজেপির সমর্থকদের বলতে চাই আমরা ঘৃণার বাজারে ভালবাসার দোকান খুলতে এসেছি। ওরা ঘৃণা ছড়ায়, আর আমরা ভালবাসা।”