Bharat Jodo Yatra: নয় দিনের বিরতির পর উত্তরপ্রদেশের পথে ভারত জোড়ো যাত্রা,৩০ জানুয়ারী শ্রীনগরে হবে সমাপ্তি

কদিনের বিশ্রামের পর আবার পথে নেমেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। শীতকালীন ৯ দিনের বিরতির পরে উত্তরপ্রদেশ থেকে শুরু হবে সেই যাত্রা। ইতিমধ্যেই ১১০ দিন ও ৩০০০ কিমি রাস্তা পাড়ি দিয়েছে এই যাত্রা।

Rahul Gandhi (Photo Credit: Twitter)

কদিনের বিশ্রামের পর আবার পথে নেমেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা(Bharat Jodo Yatra)। শীতকালীন ৯ দিনের বিরতির পরে উত্তরপ্রদেশ থেকে শুরু হতে চলেছে  সেই যাত্রা। ইতিমধ্যেই ১১০ দিন ও ৩০০০ কিমি রাস্তা পাড়ি দিয়েছে এই ভারত জোড়ো যাত্রা। গত ৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল কংগ্রেসের এই  (Congress) ভারত জোড়ো যাত্রা। সংযোগের বার্তা দিতে তৃণমূল স্তরে কর্মীদের মধ্যে সংযোগ বাড়াতে এবং জনসাধারণের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এই যাত্রার সূচনা হয়েছিল। ভারতের মূল ভূখণ্ডের সর্বশেষ প্রান্ত কন্যাকুমারী থেকে এই যাত্রার শুভারম্ভ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রায় চারমাস রোদ, বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে গিয়েছেন তিনি।তামিলনাড়ু, কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা রাজ্যগুলিতে ইতিমধ্যেই শেষ হয়েছে এই যাত্রা।

কংগ্রেসের নেতৃবৃন্দের মতে ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যে রাহুলই প্রথম যিনি পায়ে হেটে এই যাত্রায় সামিল হয়েছেন। তবে এবার শেষেরপথে কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা। ভারত জোড়ো যাত্রা শুরুর থেকে ১৫০ তম দিনে ৩০ জানুয়ারি শ্রীনগরে শেষ হবে কংগ্রেসের এই মহা পদযাত্রা।

আগামী প্রজাতন্ত্র দিবসের দিন শ্রীনগর থেকে রাহুল গান্ধী শুরু করবেন নতুন অভিযান- হাত সে হাত জোড়ো (Haath Se Haath Jodo)। সূত্রের খবর এই হাত সে হাত জোড়ো অভিযানের নেতৃত্ব দেবেন রাহুলের বোন ও কংগ্রেসের সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মূলত মহিলা ভোটারদের লক্ষ্য করেই এই অভিযান বলে জানা গেছে।  ‘হাত সে হাত জোড়ো অভিযান’ ভারত জোড়ো যাত্রার বার্তা সব ভারতীয়দের ঘরে ঘরে পৌঁছে দেবে। তাছাড়া সাধারন মহিলাদের সংসার চালানোর জন্য যে দ্রব্যমূল্য বৃদ্ধি সেই নিয়েও বার্তা দিতে মার্চ মাস থেকে প্রত্যেক রাজ্যের মহিলা নেতৃত্বের সঙ্গে রাজ্যে রাজ্যে পৌছে যাবেন প্রিয়াঙ্কা।