Rahul Gandhi: 'ততদিন সোয়েটার পরব না, যতদিন...', আবেগপ্লুত রাহুল গান্ধী
সোমবার সংবাদমাধ্যমের সাম নে রাহুল গান্ধী বলেন, তিনি কেন সোয়েটার ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়ে অনেকে প্রশ্ন করেন। কেরলে যখন ভারত জোড়ো যাত্রা নিয়ে হাজির হন তিনি, সেখানে হালকা গরম ছিল এবং প্রত্যেকে ঘামছিলেন। মধ্যপ্রদেশে যখন ভারত জোড়ো যাত্রা প্রবেশ করে, সেখানে হালকা ঠাণ্ডা অনুভব করেন তাঁরা।
দিল্লি, ১০ জানুয়ারি: ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) মাঝে প্রচণ্ড ঠাণ্ডায় রাহুল গান্ধী (Rahul Gandhi) যখন দিল্লিতে (Delhi) আসেন, তখন তাঁকে বিনা সোয়টারে দেখা যায়। প্রচণ্ড ঠাণ্ডায় কংগ্রেস সাংসদ কীভাবে সোয়েটার ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এ বিষয়ে একাধিক বিতর্ক শুরু হলে, সোমবার ফের মুখ খোলেন রাহুল গান্ধী। সোমবার সংবাদমাধ্যমের সাম নে রাহুল গান্ধী বলেন, তিনি কেন সোয়েটার ছাড়া ঘুরে বেড়াচ্ছেন, তা নিয়ে অনেকে প্রশ্ন করেন। কেরলে যখন ভারত জোড়ো যাত্রা নিয়ে হাজির হন তিনি, সেখানে হালকা গরম ছিল এবং প্রত্যেকে ঘামছিলেন। মধ্যপ্রদেশে যখন ভারত জোড়ো যাত্রা প্রবেশ করে, সেখানে হালকা ঠাণ্ডা অনুভব করেন তাঁরা।
আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকাইত
ভারত জোড়ো যাত্রা নিয়ে যখন দেশের নানা প্রান্তে তাঁরা ঘুরছেন, সেই সময় শীতের মধ্যে এক শিশু তাঁর কাছে আসে। শীত পড়লেও, ওই শিশুকে ঠিকঠাক পোশাকে তিনি দেখতে পাননি। তখন তিনি সিদ্ধান্ত নেন, যতদিন না পর্যন্ত ঠাণ্ডায় তিনি কাঁপবেন, ততদিন সোয়েটার পরবেন না। হরিয়ানার আম্বালায় এমনই মন্তব্য করেন রাহুল গান্ধী।