Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রায় আবার রাহুলের পাশে প্রিয়াঙ্কা, কর্মীদের মধ্যে বাঁধভাঙা উল্লাস (দেখুন ভিডিও)

এর আগেও মধ্যপ্রদেশের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে বোন প্রিয়াঙ্কা, তার স্বামী রবার্ট এবং ছেলে রেহানকে যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে।

Photo Credit: Twitter@ANI

হিমাচলের জয়ে কিছুটা হলেও অক্সিজেন পেয়েছে কংগ্রেস। যার ফলে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। রাজস্থানের বুন্দি শহর থেকে শুরু হওয়া আজ প্রভাতের ভারত জোড়ো যাত্রায় সেই উদ্দীপনাকে দ্বিগুণ করেছে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরার উপস্থিতি। এদিনের পদযাত্রা ঘিরে কংগ্রেস কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। রাস্তার দু’ পাশে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের।

এর আগেও মধ্যপ্রদেশের ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে বোন প্রিয়াঙ্কা, তার স্বামী রবার্ট এবং ছেলে রেহানকে যাত্রায় অংশ নিতে দেখা গিয়েছে।



@endif