Rahul Gandhi In Bharat Jodo Yatra: বিজেপি অফিসের সামনে মোদী, নাড্ডার ছবি, চুম্বন ছুঁড়লেন রাহুল

জালাওয়ার রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের খাস তালুক। সেখানে পৌঁছেই বিজেপির অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় চুম্বন ছুঁড়ে দেন রাহুল গান্ধী।

Rahul Gandhi (Photo Credit: Twitter)

জয়পুর, ৬ ডিসেম্বর: ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) উপলক্ষ্যে বর্তমানে রাজস্থানে রয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারত জোড়ো যাত্রায় উপলক্ষ্যে রাজস্থানে পৌঁছে রাহুল গান্ধী যখন জালাওয়ারে পৌঁছন, তখন বিজেপির (BJP)অফিসের সামনে উড়ন্ত চুম্বন ছুঁড়ে দেন রাহুল গান্ধী। জালাওয়ারে বিজেপি অফিসের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), জে পি নাড্ডা, বসুন্ধরা  রাজে এবং দুষ্মন্ত সিংদের ছবি দেখে চুম্বন ছুঁড়ে দেন রাহুল। রাজস্থান ইয়ূথ কংগ্রেসের তরফে সেই ছবি শেয়ার করা হলে, তা ভাইরাল হয়ে যায়। প্রসঙ্গত, জালাওয়ার রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের খাস তালুক। সেখানে পৌঁছেই বিজেপির অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় চুম্বন ছুঁড়ে দেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: Rahul Gandhi: 'ভারত জোড়ো যাত্রায়' ব্যবহার 'কেজিএফ টু'-এর সুর, অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে

সামনেই লোকসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে প্রায় গোটা দেশকে একত্রে গাঁথার চেষ্টা করছেন রাহুল গান্ধী। সেই উপলক্ষ্যে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী।