Bharat Jodo Nyay Yatra Logo : ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রতীকের উদ্বোধন কংগ্রেসের

জানুয়ারীর ১৪ তারিখ থেকে শুরু হবে এই নতুন যাত্রা

Photo Credits: ANI

ভারত জোড়ো ন্যায় যাত্রার নতুন প্রতীক সামনে আনল কংগ্রেস কর্তৃপক্ষ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পর এবার  শুরু হবে  ভারত জোড়ো ন্যায় যাত্রার (Bharat joro Nyay Yatra) প্রস্তুতি।

এদিন নতুন প্রতীকের উদ্বোধনে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ এবং কেসি বেনুগোপাল। দিল্লিতে কংগ্রেসের প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয় এই নতুন প্রতীকের।

এই যাত্রার নতুন স্লোগান ন্যায়, অধিকার পাওয়া পর্যন্ত। এই বিষয়ে খাড়গে জানান, "কংগ্রেস নেতার রাহুল গান্ধীর নেতৃত্বে জানুয়ারীর ১৪ তারিখ থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করা হবে। দেশের মানুষকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ন্যায় দানের ক্ষেত্রে ভারত জোড়ো ন্যায় যাত্রা একটি শক্ত পদক্ষেপ। "

এর পাশাপাশি খাড়গে মণিপুরে (Manipur) না যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কটাক্ষও করেন।

রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা ১৪ জানুয়ারী থেকে শুরু হবে এবং মোট ৬৭১৩ কিলোমিটার পথ যাত্রা করবে। ১১০ জেলার ১০০ টি লোকসভা এবং ৩৩৭ টি বিধানসভা কেন্দ্র জুড়ে শুরু হবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা।

মিছিল শেষ হবে মার্চে ২০ বা ২১ তারিখে মুম্বইতে। ভারত জোড়ো যাত্রার পর কি সাফল্য পাবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা ? সেদিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।