Mumbai: হৃদরোগে আক্রান্ত চালক, ভিড়ে ঠাসা বাস ধাক্কা মারল ল্যাম্পপোস্টে
বাস চালাতে চালাতে আচমকাই বুকে ব্যাথা ওঠে বাস চালকের। হৃদরোগে আক্রান্ত হন তিনি। বেসামাল হয়ে সোজা সিগনাল পোস্টে গিয়ে ধাক্কা মারল বাস (Bus Accident)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) চেম্বুরে (Chembur)।
মুম্বই, ২০ অক্টোবর: বাস চালাতে চালাতে আচমকাই বুকে ব্যাথা ওঠে বাস চালকের। হৃদরোগে আক্রান্ত হন তিনি। বেসামাল হয়ে সোজা সিগনাল পোস্টে গিয়ে ধাক্কা মারল বাস (Bus Accident)। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) চেম্বুরে (Chembur)।
চেম্বুর থেকে টাটা পাওয়ার হাউজের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় আচমকাই চেম্বুরের বসন্ত সিনেমার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সিগনাল পোস্টে সজোরে গিয়ে ধাক্কা মারে বাসটি সকাল ১১ টায়। সূত্রের খবর, বাসটিতে ১ জন পুলিশ সহ ন'জন যাত্রী ছিলেন। সকলেই সুস্থ রয়েছেন।
বাসে থাকা পুলিশকর্মীই স্থানীয় থানায় ফোন করেন। দ্রুত বাসচালককে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহন্মুম্বই ইলেক্ট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST)-র তরফে জানানো হয়েছে, "বাসে থাকা সকল যাত্রীই সুস্থ রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গাড়ির চালক।"
মুম্বই জুড়ে বেস্টের বাসের সংখ্যা ৩ হাজার। কোভিড সংক্রমণের আগে দিনে ৩০ লাখ যাত্রী যাতায়াত করতেন বেস্টের বাসে।