Karanataka CM Swearing In: আজ দুপুরে বেঙ্গালুরুতে শপথ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ ৯ মন্ত্রীর, মমতা না থাকলেও দেখা যাবে নীতীশ-পাওয়ারদের
আজ, দুপুর সাড়ে ১২টায় বেঙ্গালুরুর কান্তারাভা স্টেডিয়ামে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া। পাশাপাশি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শিবকুমার।
বেঙ্গালুরু, ২০ মে: আজ, দুপুর সাড়ে ১২টায় বেঙ্গালুরুর কান্তেরাভা স্টেডিয়ামে (Kanteerava Stadium) কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। পাশাপাশি রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডিকে শিবকুমার (DK Shivakumar)। সিদ্দারামাইয়া, শিবকুমারের পাশাপাশি আরও আটজন মন্ত্রী শপথ নেবেন। দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সিদ্দারামাইয়ার শপথে কংগ্রেসের তিন রাজ্যের মুখ্যমন্ত্রী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর পাশাপাশি উপস্থিত থাকবেন দলের নেতা-কর্মীরা।
সেই সঙ্গে থাকছে শরদ পাওয়ার, নীতীশ কুমার, তেজস্বী যাদবরাও। তবে মমতা বন্দ্যোপাধ্যায়াকে আমন্ত্রণ জানানো হলেও তিনি থাকছেন না। মমতার দূত হিসেবে থাকছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
যারা শপথ নেবেন
দেখুন টুইট
প্রসঙ্গত, প্রসঙ্গত, ১৩৬টি আসনে জিতে কর্ণাটকে ক্ষমতায় আসে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জোর প্রচার সত্ত্বেও বিজেপিকে দক্ষিণের এই রাজ্যে কার্যত উড়িয়ে দেয় কংগ্রেস। কংগ্রেসের জয়ে দেশের বিরোধী দলগুলিকে মনোবল বাড়িয়েছে। কারণ ২০২৪ লোকসভা নির্বাচনে মোদীর এক তরফা জয়ের সম্ভাবনায় অনেকটাই ধাক্কা দিয়েছে কর্ণাটকে কংগ্রেসের বড় জয়। মমতা দিন তিনেক আগে কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা দেন। তবে মমতার শর্ত দেন, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে না কংগ্রেস, তা হলে তিনি অন্য কোথাও কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন না। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তৃণমূল সুপ্রিমোর প্রস্তাব খারিজ করে জানান, কংগ্রেস বাংলায় শাসদ দলের বিরুদ্ধে লড়বে।