Bengaluru Shocker: ফিজ় সময় মত না দিলেই পড়ুয়াদের অন্ধকার ঘরে বন্ধ করে রাখছে স্কুল, মারাত্মক অভিযোগ

এই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ ওঠে বলে খবর। এই ধরনের ব্যবহারের কথা পড়ুয়ারা মুখ খুলে বললে, স্কুলের কর্মীরা আরও কঠিন ব্যবহার ছাত্রদের সঙ্গে করতেন বলেও অভিযোগ।

Representational Image Of School (Photo Credit: PTI)

বেঙ্গালুরু, ১৬ ডিসেম্বর: স্কুলে (School) সময় মত টাকা জমা দিতে না পারায়, পড়ুয়াকে (Student) ঘরে বন্ধ করে রাখার অভিযোগ উঠল। বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুলের বিরুদ্ধে পড়ুয়াকে ঘরে বন্ধ করে রাখার অভিযোগ ওঠে। অন্ধকার ঘরে ওই পড়ুয়াকে রেখে দরজা বন্ধ করে রাখা হয়। বেঙ্গালুরুর (Bengaluru) সংশ্লিষ্ট বেসরকারি স্কুলের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন পড়ুয়ার বাবা-মা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেঙ্গালুরুর মাইসোর রোডে যে অর্কিড ইন্টরন্যাশানাল স্কুল রয়েছে, সেখানে সময় মত টাকা জমা না করায় পড়ুয়াকে ঘরে দরজা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে ওই পড়ুয়ার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার স্কুল কর্তৃপক্ষ শুরু করে দেয় বলেও অভিযোগ। শুধু তাই নয়, এই প্রথমবার নয়, এর আগেও বেশ কয়েকবার সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ ওঠে বলে খবর। এই ধরনের ব্যবহারের কথা পড়ুয়ারা মুখ খুলে বললে, স্কুলের কর্মীরা আরও কঠিন ব্যবহার ছাত্রদের সঙ্গে করতেন বলেও অভিযোগ।

বিষয়টি নিয়ে হইচই শুরু হলে কর্ণাটকের শিক্ষা দফতর এবং শিশু সুরক্ষা দফতরে অবিযোগ দায়ের করা হয়। ফলে খোঁজ খবর শুরু হয়েছে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে।