Bengaluru Shocker: মাঝ রাস্তায় পাথর নিয়ে দুষ্কৃতীদের হামলা গাড়িতে, সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা, দেখুন
অনুপ লেখেন, বুধবার তাঁরা বেঙ্গালুুরুর কানাভানাহাল্লি দিয়ে যাচ্ছিলেন। কাসাভানাহাল্লির অমৃতা কলেজের সামনে একদল দুষ্কৃতী তাঁদের গাড়িতে হামলা চালায়। প্রথমে ওই দুষ্কৃতীরা তাঁদের গাড়ি থামাতে বলেন।
বেঙ্গালুরু, ১ নভেম্বর: এবার প্রকাশ্যে রাস্তায় পাথর ছুঁড়তে শুরু করল দুষ্কৃতীরা। প্রকাশ্যে পাথর ছোঁড়ায় গাড়ির ভিতরে থাকা শিশু আহত হয়। আহত অবস্থায় ওই শিশুকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় হাসপাতালে (Hospital)। অনুপ নামে এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডেলে বুধবারের ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দেন।
অনুপ লেখেন, বুধবার তাঁরা বেঙ্গালুুরুর (Bengaluru) কানাভানাহাল্লি দিয়ে যাচ্ছিলেন। কাসাভানাহাল্লির অমৃতা কলেজের সামনে একদল দুষ্কৃতী তাঁদের গাড়িতে হামলা চালায়। প্রথমে ওই দুষ্কৃতীরা তাঁদের গাড়ি থামাতে বলেন। কিন্তু অনুপ গাড়ি না থামালে, সঙ্গে সঙ্গে পাথর ছোঁড়া শুরু করে দুষ্কতীরা। ফলে গাড়িতে থাকা অনুপের সন্তানের পাথরের আঘাত লাগে। তবে অনুপ গাড়ি থামানেনি। ওই অবস্থায় তিনি গাড়ি চালয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন সন্তানকে। এরপর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
বেঙ্গালুুর রাস্তায় কী করল দুষ্কৃতীরা দেখুন...
অনুপের সোশ্যাল মিডিয়ার প্রকাশ পেতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।