Bengaluru Murder Case: ফ্রিজের মধ্যে তরুণীর দেহাংশ, পুলিশকে দ্রুত গ্রেফতারি এবং ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমার নির্দেশ মহিলা কমিশনের
পুলিশকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট পুলিশ জমা দেবে মহিলা কমিশেনের কাছে।
বেঙ্গালুরু, ২৩ সেপ্টেম্বরঃ নয়া দিল্লির শ্রদ্ধা ওয়াকারের স্মৃতি ফিরিয়ে আনল বেঙ্গালুরুর মহালক্ষ্মী। তরুণীর টুকরো করা দেহ উদ্ধার হল ফ্রিজের মধ্যে থেকে। শিহরণ জাগানো ঘটনা বেঙ্গালুরুর ভ্যালিকাবল এলাকায় (Bengaluru Murder Case)। ফ্রিজের মধ্যে থেকে উদ্ধার হয়েছে মহিলার দেহাংশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বেঙ্গালুরু পুলিশ। এবার সোমবার জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) তরফে দোষীদের দ্রুত গ্রেফতারির নির্দেশ দেওয়া হল রাজ্য পুলিশকে। পাশাপাশি
বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোয় সন্দেহ হয় প্রতিবেশীদের। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই ঝাঁঝালো পচা গন্ধে প্রাণ বেরিয়ে আসার জো। ফ্রিজের চারিপাশে বেয়ে বেড়াচ্ছে অজস্র পোকা। রয়েছে রক্তের ছোপ ছোপ দাগ। ফ্রিজ খুলতেই উদ্ধার হল বছর ২৬-এর মহালক্ষ্মী টুকরো করা দেহ।
বিবাহিত মহালক্ষ্মী বেঙ্গালুরুর ভ্যালিকাবল এলাকার ওই এক কামরার ফ্ল্যাটে একাই থাকতেন। পুলিশ জানাচ্ছে, স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শনিবার সেখানে ছুটে আসেন স্বামী হুকুম সিং রানা। তবে পুলিশের দাবি, মৃতা তরুণী যে বিবাহিত ছিলেন তা তাঁর পরিবারের সদস্যরা জানতেন না। মৃতার একটি সন্তানও রয়েছে। কী কারণে তরুণীর এমন নৃশংস পরিণতি হল তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। শনিবারের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার তদন্তে ছয়টি বিশেষ দল গঠন করেছে রাজ্য পুলিশ। এদিকে আগামী তিন দিনের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন (NCW)।
দেহ উদ্ধারের পর পাঠানো হয়েছিল ময়ন্তদন্তের জন্যে। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শনিবার দেহ উদ্ধার হলেও খুন করা হয়েছে তার কিছুদিন আগে। খুনের পর দেহ টুকরো করে তা ফ্রিজে রেখে দেওয়া হয়। পচা গন্ধ যাতে না ছড়ায় তার জন্যে দেহাংশে রাসায়নিকও ব্যবহার করা হয়েছিল।