Bengaluru Murder: প্রেমের প্রস্তাব দেওয়ার ৬০ বছরের বৃদ্ধকে কুপিয়ে খুন, গ্রেফতার ২

এই খুনের পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এই খুনের পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ তরুণীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে খুন (Murder)বছর ষাটের বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুর‍র (Bengaluru)সাদ্দুগুন্টেপাল্যাতে। পুলিশ(Police) সূত্রে খবর নিহতের নাম হীরেন্দ্র কুমার। পেশায় শাড়ি ব্যবসায়ী(Businessman)। জয়নগরের বাসিন্দা তিনি। এক তরুণীকে প্রেমের প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাব গ্রহণও করে তরুণী। এরপর গত ১৫ সেপ্টেম্বর বেঙ্গালুর‍র  একটি পার্কে তরুণীকে ডেকেও পাঠান। সেখানেই এক পুরুষ বন্ধুকে নিয়ে হাজির হন অভিযুক্ত তরুণী। পার্কের বেঞ্চে বসে যখন অপেক্ষা করছেন হীরেন্দ্র তখনই পিছন থেকে তাঁকে আঘাত করে পুরুষ বন্ধু। এরপর এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে কিছু বছর আগে নিহতের শাড়ির দোকানে কাজ করত এই তরুণী। খুনের অপরাধে তাদের দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ। এই খুনের পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Bengaluru Man, 60, Stabbed For Proposing. Woman, Friend Arrestedhttps://t.co/W5Jmcukuwi pic.twitter.com/lHtWtoawqZ



@endif