Bengaluru: রাস্তার মাঝে মুখ চেপে ধরে টানাহেঁচড়া, প্রাতঃভ্রমণে বেরিয়ে হেনস্থার শিকার মহিলা

এক বন্ধুর আসার জন্যে রাস্তায় অপেক্ষা করছিলেন তিনি। এমন সময়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক এসে মহিলাকে পিছন থেকে জাপটে ধরে।

Bengaluru man molested woman out for morning walk (Photo Credits: X)

বেঙ্গালুরু, ৫ অগাস্টঃ প্রাতঃভ্রমণে (Morning Walk) বেরিয়ে শারীরিক হেনস্তার শিকার হলেন এক মহিলা। বেঙ্গালুরুর (Bengaluru) কোনানকুন্টে এলাকায় ভোর বেলা হাঁটতে বেরিয়েছিলেন ওই মহিলা। এক বন্ধুর আসার জন্যে রাস্তায় অপেক্ষা করছিলেন তিনি। এমন সময়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক এসে মহিলাকে পিছন থেকে জাপটে ধরে। কোনমতে যুবককে ঠেলে সরিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন ওই মহিলা। ধাওয়া করে এসে আবারও পিছন থেকে মহিলাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন যুবক। যাতে চিৎকার না করতে পারেন তার জন্যে মহিলার মুখ হাত দিয়ে চেপে ধরেন। ধ্বস্তাধস্তির মাঝে ছুটে পালিয়ে যায় অভিযুক্ত। গত ২ অগাস্ট ভোর ৫টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।

রাজস্থান নিবাসী ওই মহিলা থানায় ঘটনার একটি অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) অধীনে অভিযুক্তের বিরুদ্ধে ৭৬, ৭৮, ৭৯ ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।

দেখুন সিসিটিভি ফুটেজ... 

বেঙ্গালুরু (Bengaluru) পুলিশ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মহিলাদের সুরক্ষিত এবং নিরাপদে রাখা আমাদের সর্বপ্রথম কর্তব্য। অভিযুক্তকে দ্রুত খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার গুরুত্ব বিচার করে ওই সমস্ত এলাকায় পুলিশের তহলদারি বাড়ানো হয়েছে।