Bengaluru Horror: ড্রামের মধ্যে উদ্ধার মহিলার পচাগলা দেহ, বেঙ্গালুরুতে আতঙ্ক
ফরেন্সিক বিশেষজ্ঞদের কথায়, যে মহিলাকে খুন করে ড্রামের মধ্যে রাখা হয়, তাঁর বয়স ২০-র আশপাশে। তবে বেঙ্গালুরুর যশবন্তপুর প্ল্যাটফর্ম থেকে যে মৃতদেহ উদ্ধার করা হয়, তা কার, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
বেঙ্গালুরু, ৪ জানুয়ারি: বেঙ্গালুরু (Bengaluru) প্ল্যাটফর্মে রাখা একটি ড্রামের (Drum) ভিতর থেকে উদ্ধার হল এক মহিলার পচাগলা দেহ। যশবন্তপুর প্ল্যাটফর্মে রাখা একটি ড্রাম দেখে সন্দেহ হয় সাফাইকর্মীদের। এরপর ওই সাফাইকর্মীরাই রেলওয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ হাজির হয়ে ড্রামটিকে উদ্ধার করে। পাশাপাশি ওই ড্রামের মধ্যে থেকে নমুনা নিয়ে তা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়।
ফরেন্সিক বিশেষজ্ঞদের কথায়, যে মহিলাকে খুন করে ড্রামের মধ্যে রাখা হয়, তাঁর বয়স ২০-র আশপাশে। তবে বেঙ্গালুরুর যশবন্তপুর প্ল্যাটফর্ম থেকে যে মৃতদেহ উদ্ধার করা হয়, তা কার, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পুলিশ অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি ড্রামের উপর যে পোশাক রাখা ছিল, তা উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Shraddha Walker Murder: শ্রদ্ধাকে খুন করতে চায় আফতাব, অভিযুক্তের পরিবারকে নিয়ে উঠে এল ভয়ঙ্কর তথ্য
পুলিশ মৃত তরুণীর পরিচয় উদ্ধারের চেষ্টা শুরু করছে।