Bengaluru : বেঙ্গালুরুতে মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ বাইক ট্যাক্সির চালকের বিরুদ্ধে, বরখাস্ত বাইক চালক
বাইক ড্রাইভারের বিরুদ্ধে সংস্থার কাছে অভিযোগ জানায় ওই মহিলা, বাইক চালককে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে
বাইক ট্যাক্সিতে যৌন হেনস্থার অভিযোগ করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে বেঙ্গলুরুতে। যেখানে বাইক রাইড করার পথে এক মহিলা ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন। নিজের অভিজ্ঞতার কথা রেডিট পোস্টে শেয়ার করেছেন তিনি।
তিনি জানান , বাইক ট্যাক্সি বুক করার পর টিন ফ্যাক্টরি (Tin Factory) থেকে করমঙ্গালা যাচ্ছিলেন তিনি। সময়টি সন্ধ্যে ৮.৩০ মিনিট ছিল। বাইকে ওঠার কিছুক্ষন পর ড্রাইভার তার সাথে কথা বলতে শুরু করে। নিজের ফোন অফ হয়ে গিয়েছে এবং ম্যাপ দেখার অজুহাতে মহিলার ফোন চেয়ে নেয়। এরপর পরিবারের বিষয়ে ও তার বিষয়ে নানা কথা জানতে থাকে।
এরপর একটি পোট্রোল পাম্পে গিয়ে তেল ভররার পর মহিলার সঙ্গে অশালীন আচরন করে। বাইকে পিছনের বসে থাকা মহিলাকে বিভিন্ন ভাবে উত্তক্ত্য করতে থাকে। মহিলাটি সব কিছু বুঝতে পারলেও শুধুমাত্র বাড়ি পৌছানোর অপেক্ষা করতে থাকে।
কিছুক্ষনের মধ্যেই বাড়ি পৌছে গেলে ওই মহিলা র্যাপিডোতে (Rapido) ফোন করেন এবং কাস্টমার কেয়ারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেন।
পরে ওই মহিলাকে জানান হয় যে অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। এর বেশ কিছু বিষয় আর জানায়নি ওই সংস্থা।
এই প্রথম নয় ট্যাক্সিগুলিতে কোন না কোন সময় মহিলাদের হেনস্থার হওয়ার ঘটনা ঘটে থাকে। গত মাসেই বেঙ্গলুরুতে র্যাপিডোর অটো ড্রাইভারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে।