Begusarai School: বাড়ি যাওয়ার পথ বন্ধ, ফুরিয়ে আসছে খাবার, ৭ দিন ধরে স্কুলে বন্দি ২৫০ পড়ুয়া এবং শিক্ষক

স্কুলে মজুত খাবার দিয়েই দু'বেল কোনওভাবে পেট চলছে। সেই মজুত খাবারও ধীরে-ধীরে শেষ হয়ে আসায় চিন্তায় বন্দি শিক্ষকেরা।

প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

নয়াদিল্লিঃ ছুটির ঘণ্টা রোজই বেজে চলেছে। কিন্তু বাড়ি যাওয়ার উপায় নেয়। বিহারের (Bihar) বেগুসরাইয়ের (Begusarai) স্কুলে বন্দি পড়ুয়া (Students( এবং শিক্ষকেরা (Teachers)। বুলডোজার দিয়ে খুঁড়ে দেওয়া হয়েছে স্কুলের রাস্তা ফলে বাড়ি ফিরতে পারছে না পড়ুয়ারা। বিগত ৭ দিন ধরে ২৫০ পড়ুয়ার সঙ্গে বন্ধি শিক্ষকেরাও। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ের সমস্তিপুর গ্রামের একটি বেসরকারি আবাসিক স্কুলে। জানা গিয়েছে, এই স্কুলে মোট ৭০০ ছাত্রছাত্রী রয়েছে। তার মধ্যে ২৫০ জন আবাসিক। তারাই আটকে পড়েছে। অভিযোগ, স্কুলের সামনের রাস্তা বুলডোজার চালিয়ে খুঁড়ে দিয়েছে স্থানীয় দুষ্কৃতীরা। রাস্তায় একাধিক বড় গর্ত করে দেওয়া হয়েছে। স্কুলের জমি জবরদখল করার উদ্দেশেই এমন কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা এমনটাই জানা গিয়েছে। আর এর জেরেই স্কুল থেকে বের হতে পারছেন না শিক্ষক এবং পড়ুয়ারা। বন্দি অবস্থাতেই কাটছে দিন। স্কুলে মজুত খাবার দিয়েই দু'বেল কোনওভাবে পেট চলছে। সেই মজুত খাবারও ধীরে-ধীরে শেষ হয়ে আসায় চিন্তায় বন্দি শিক্ষকেরা। এই পরিস্থিতিতে পড়ুয়াদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কাজের কাজ কিচ্ছু হয়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।