Prophet Row: 'মারুন', পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপির রাজা সিংকে মারধরের নিদান কং নেতার
ফিরোজ খান বলেন, পয়গম্বর মহম্মদ গোটা মুসলিম সমাজের আরাধ্য। টি রাজা সিং যা বলেছেন, তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। টি রাজা সিং যদি ক্ষমা না চান, তাহলে যত মুসলিম রয়েছেন তেলাঙ্গানায়, তাঁরা শাস্তি দিন।
হায়দরাবাদ, ২৪ অগাস্ট: পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপি বিধায়ক (বর্তমানে বরখাস্ত) টি রাজা সিংয়ের আপত্তিজনক মন্তব্যের জেরে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। টি রাজা সিংয়ের ওই মন্তব্যের পরপরই তাঁকে প্রথমে গ্রেফতার এবং পরে বিজেপি থেকে বরখাস্ত করা হয়। পয়গম্বর মহম্মদকে নিয়ে টি রাজা সিংয়ের ওই মন্তব্যের পর পালটা মুখ খুললেন তেলাঙ্গানার কংগ্রেস নেতা ফিরোজ খান।
ফিরোজ খান বলেন, পয়গম্বর মহম্মদ গোটা মুসলিম সমাজের আরাধ্য। টি রাজা সিং যা বলেছেন, তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। টি রাজা সিং যদি ক্ষমা না চান, তাহলে যত মুসলিম রয়েছেন তেলাঙ্গানায়, তাঁরা শাস্তি দিন। রাজা সিংকে মারধর করুন। পয়গম্বর সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের জেরে টি রাজা সিংকে শাস্তি দিতে একবার নয়, মুসলিমরা বার বার আইন নিজের হাতে তুলে নিন বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা। তেলাঙ্গানার মুসলিমরা যেখানে যখন রাজা সিংকে দেখবেন, তখনই তাঁকে মারবেন বলেও আক্রমণ করেন কংগ্রেস নেতা ফিরোজ খান।
আরও পড়ুন: Prophet Row: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য, হায়দরাবাদে উত্তেজনার মাঝে গ্রেফতার বিজেপির রাজা সিং
পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিজেপি (BJP) বিধায়ক টি রাজা সিংকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপি বিধায়ক বিতর্কিত মন্তব্য করলে, সোমবার রাত থেকে হায়দরাবাদ বিক্ষোভ, উত্তেজনা ছড়ায়। এরপর মঙ্গলবার সকালেই গ্রেফতার করা হয় অভিযুক্ত বিজেপি বিধায়ক রাজা সিংকে। প্রসঙ্গত রাজা সিং সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেন। যেখানে পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় তাঁকে। ওই ঘটনার পর হায়দরাবাদের (Hyderabad) পুলিশ কমিশনার সি ভি আনন্দের অফিস ঘিরে বিক্ষোভ শুরু হয়।