BBC Documentary: মোদীকে নিয়ে বিবিসি ডকুমেন্টরি প্রদর্শনের দাবি, দিল্লি বিশ্বিবিদ্যালয়ে আটক ২০

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে মোদীকে নিয়ে বিবিসির ডকুমেন্টরি প্রদর্শনের পরিকল্পনা করেন বেশ কয়েকটি সংগঠন। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে উত্তেজনা ছড়ায়। এরপরই দিল্লি বিশ্ববিদ্যালয়ের চারপাশে জারি করা হয় ১৪৪ ধারা।

BBC Documentary Row In Delhi University (Photo Credit: ANI/Wikipedia)

দিল্লি, ২৭ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে বিবিসির ডকুমেন্টরি (BBC Documentary) ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল দিল্লি বিশ্ববিদ্যালয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে মোদীকে নিয়ে বিবিসির ডকুমেন্টরি প্রদর্শনের পরিকল্পনা করেন বেশ কয়েকটি সংগঠন। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে উত্তেজনা ছড়ায়। এরপরই দিল্লি বিশ্ববিদ্যালয়ের চারপাশে জারি করা হয় ১৪৪ ধারা। সেই সঙ্গে ২০ জন পড়ুয়াকে আটক করা হয় দিল্লি পুলিশের তরফে। শুক্রবার বিকেল থেকে দিল্লি বিশিববিদ্যালয়ে বিবিসির ডকুমেন্টরি প্রদর্শন ইস্যুতে উত্তেজনা ছড়ানোর পর এ বিষয়ে ডিসিপি নর্থ সাগর সিং কালসি বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

ডিসিপির কথায়, শুক্রবার বিকেল ৪টে নাগাদ বিবিসির ডকুমেন্টরি প্রদর্শনের দাবিতে ২০, ২৫ জন হাজির হন। ডকুমেন্টরি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তাঁরা তা প্রদর্শনের দাবি জানান। যা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে, বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে আটক করা হয় বলে জানান দিল্লির ওই পুলিশ আধিকারিক।

আরও পড়ুন: BBC Documentary: মোদীকে নিয়ে বিবিসির ডকুমেন্টরি প্রদর্শন, দিল্লি বিশ্বিবিদ্যালয়ে জারি ১৪৪ ধারা

বেশ কিছু পড়ুয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ডকুমেন্টরি প্রদর্শনের চেষ্টা করেন। তাঁদের বাধা দেওয়াতেই উত্তেজনা ছড়ায়। তবে পুলিশ পরিস্থিতি নাগালের মধ্যে নিয়ে এসেছে। বিবিসি ডকুমেন্টরি প্রদর্শন নিয়ে যাঁরা দাবি তোলেন, সময় গড়াতেই তাঁরা বিশ্ববিদ্যালয় চত্ত্বর ছাড়েন বলেও জানান ওই পুিলশ আধিকারিক।



@endif