Batsman Strangles Bowler to Death: আউট করার শাস্তিতে বোলারকে গলা টিপে খুন ব্যাটসম্যানের

উত্তরপ্রদেশের গ্রামের ক্রিকেটে খুনোখুনি। আউট নিয়ে বচসাকে কেন্দ্র করে বোলারকে গলা টিপে খুন করল ব্যাটসম্যান।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

উত্তরপ্রদেশের গ্রামের ক্রিকেটে খুনোখুনি। আউট নিয়ে বচসাকে কেন্দ্র করে বোলারকে গলা টিপে খুন করল ব্যাটসম্যান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলায়। রাহাতি খালসা গ্রামে সচিন সিং নামের এক ব্যক্তি ক্রিকেট খেলায় চলা বচসা নিয়ে হরগোবিন্দ নামের একজন। এমনটাই জানিয়েছে পুলিশ। তারা দু জনেই একই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরগোবিন্দকে আউট করতে পারলে দশ টাকা পাওয়া যাবে। এমন বেট লডা হয়। গ্রামের সেই ক্রিকেট খেলায় সচিন সিং এসে আউট করেন হরগোবিন্দকে। কিন্তু তিনি আউট হননি বলে দাবি করে হরগোবিন্দ ক্রিজ ছাড়তে চাননি। এরপর সচিনের সঙ্গে হরগোবিন্দের তুমুল বচসা শুরু হয়। সিচনের গলা টিপে ধরেন হরগোবিন্দ। সচিন জ্ঞান হারালে পালায় হরগোবিন্দ।

দেখুন টুইট

সচিনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। দেহের ময়নাদতদন্ত করা হচ্ছে। হরগোবিন্দকে গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেছে স্থানীয়রা।

 



@endif