Baramulla Encounter: কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ৩ পাকিস্তানি জঙ্গি
উত্তর কাশ্মীরের (North Kashmir) বারামুল্লা জেলার (Baramulla District) ক্রিরিতে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি (Pakistani Terrorists)। তারা প্রত্যেকেই পাকিস্তানি। গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের এক জওয়ান শহিদ হয়েছেন। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার (IGP Kashmir Vijay Kumar) জানিয়েছেন, বারামুল্লার ক্রিরি এলাকায় নাজিভাত ক্রসিংয়ে এনকাউন্টার শুরু হয়েছিল। পুলিশ ও সেনাবাহিনী যৌথ দল অভিযানে নামে।
বারামুল্লা, ২৫ মে: উত্তর কাশ্মীরের (North Kashmir) বারামুল্লা জেলার (Baramulla District) ক্রিরিতে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ৩ জঙ্গি (Pakistani Terrorists)। তারা প্রত্যেকেই পাকিস্তানি। গুলির লড়াইয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের এক জওয়ান শহিদ হয়েছেন। কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার (IGP Kashmir Vijay Kumar) জানিয়েছেন, বারামুল্লার ক্রিরি এলাকায় নাজিভাত ক্রসিংয়ে এনকাউন্টার শুরু হয়েছিল। পুলিশ ও সেনাবাহিনী যৌথ দল অভিযানে নামে।
সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযান শুরু করার পর গুলির লড়াই শুরু হয়ে যায়। বেশ খানিকক্ষণ লড়াই চলার পর ৩ জঙ্গির দেহ উদ্ধার করা হয়। লড়াইয়ে এক পুলিশ কর্মীও আত্ম বলিদান দেন।
নিকেশ হওয়া পাকিস্তানি জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আরও জঙ্গি লুকিয়ে রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।