Faridabad Underpass Accident: আন্ডারপাসে আটকে গাড়ি, মর্মান্তিক মৃত্যু ব্যাঙ্ক ম্যানেজার ও ক্যাশিয়ারের

তদন্তে নেমে জানা যায় নিহতদের নাম পূণ্যশ্রেয় শর্মা এবং বিরাজ দ্বিবেদী। পূণ্যশ্রেয় গুরুগ্রামের সেক্টর ৩১-এর একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার আর বিরাজ ওই ব্যাঙ্কেরই ক্যাশিয়ার।

ফরিদাবাদ আন্ডারপাস (ছবিঃX)

নয়াদিল্লিঃ হরিয়ানার ফরিদাবাদে(Faridabad) প্রবল বৃষ্টি(Heavy Rain)। আর এই বৃষ্টিই প্রাণ কাড়ল দুই ব্যাঙ্ককর্মীর। বৃষ্টির জলে গাড়ি সমেত আটকে প্রাণ গেল ব্যাঙ্কের ম্যানেজার(Bank Manager) এবং ক্যাশিয়ারের(Cashier)। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। বিগত কিছুদিন ধরেই দিল্লি ও এনসিআরে শুরু হয়েছে ভারী বৃষ্টি। জলমগ্ন শহরের বিস্তীর্ণ অংশ। ভয়ঙ্কর অবস্থা আন্ডারপাসগুলির। এরকমই একটি জলমগ্ন আন্ডারপাসে আটকে গাড়ির ভিতরেই মৃত্যু হয় ওই দুই ব্যাঙ্ককর্মীর। জানা গিয়েছে, টহলদারির সময় আন্ডারপাসে একটি এসইউভি গাড়ির দিকে নজর পড়ে ট্রাফিক পুলিশের। গাড়ির সামনে গিয়ে দেখেন পড়ে রয়েছে দু'টি নিথর দেহ। এরপরই দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তদন্তে নেমে জানা যায় নিহতদের নাম পূণ্যশ্রেয় শর্মা এবং বিরাজ দ্বিবেদী। পূণ্যশ্রেয় গুরুগ্রামের সেক্টর ৩১-এর একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার আর বিরাজ ওই ব্যাঙ্কেরই ক্যাশিয়ার। এদিন একসঙ্গে বাড়ি ফিরছিলেন তাঁরা। ওল্ড ফরিদাবাদে রেলের আন্ডারপাসের কাছে আটকে যায় তাঁদের গাড়ি। এতটাই জল ছিল যে বহু চেষ্টা করেও গাড়ি ঘোরানো সম্ভব হয়নি। ফলে সেখানেই মৃত্যু হয় তাঁদের।

Bank Manager, Cashier Die After SUV Gets Submerged In Faridabad Underpass https://t.co/vtTc46v8V0 pic.twitter.com/bK8HDbGHFj



@endif