Bank Holidays In September: সেপ্টেম্বর মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন কোন কোন দিন কাজ হবে না ব্যাঙ্কে
সেপ্টেম্বর মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays In August 2022)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক ছুটির একটি তালিকা তৈরি করেছে। ওই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে পরিষেবা পাওয়া যাবে না। এইসব ছুটির দিনে সরকারি, বেসরকারি, বিদেশি, সমবায় ও আঞ্চলিক ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকে। এছাড়াও ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। আগামী মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
নতুন দিল্লি, ২৭ অগাস্ট: সেপ্টেম্বর মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays In August 2022)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক ছুটির একটি তালিকা তৈরি করেছে। ওই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে পরিষেবা পাওয়া যাবে না। এইসব ছুটির দিনে সরকারি, বেসরকারি, বিদেশি, সমবায় ও আঞ্চলিক ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকে। এছাড়াও ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। আগামী মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
ব্যাঙ্ক ছুটির দিনগুলি আঞ্চলিক এবং রাজ্য ভেদে আলাদা হতে পারে। আঞ্চলিক অনুষ্ঠান এবং রাজ্যের বিশেষ বিশেষ উৎসবগুলিতে ব্যাঙ্ক ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাঙ্কগুলির পক্ষ থেকে গ্রাহকদের জুলাই মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে সব ছুটির দিনগুলি দেখে নিতে অনুরোধ করা হয়েছে। তাই এক ঝলকে দেখে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আরও পড়ুন: Uday Umesh Lalit: দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন উদয় উমেশ ললিত
সেপ্টেম্বর মাসে ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা:
- ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন (পানাজি)
- ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): কর্ম পূজা (রাঁচি)
- ৭ সেপ্টেম্বর (বুধবার): প্রথম ওনাম (কোচি, তিরুবনন্তপুরম)
- ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): তিরুভোনম (কোচি, তিরুবনন্তপুরম)
- ৯ সেপ্টেম্বর (শুক্রবার): ইন্দ্রযাত্রা (গ্যাংটক)
- ১০ সেপ্টেম্বর (শনিবার): শ্রী নারাভানা গুরু জয়ন্তী (কোচি, তিরুবনন্তপুরম), দ্বিতীয় শনিবার-সারা দেশেও ব্যাঙ্ক বন্ধ
- ১১ সেপ্টেম্বর (রবিবার): ব্যাঙ্ক বন্ধ সারা ভারতে
- ১৮ সেপ্টেম্বর (রবিবার): ব্যাঙ্ক বন্ধ সারা ভারতে
- ২১ সেপ্টেম্বর (বুধবার): শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস (কোচি, তিরুবনন্তপুরম)
- ২৪ সেপ্টেম্বর (শনিবার): চতুর্থ শনিবার, সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ
- ২৫ সেপ্টেম্বর (রবিবার): সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ
- ২৬ সেপ্টেম্বর (সোমবার): নবতাত্রি স্থাপনা (জয়পুর)