Bank Holidays in May: মে মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে কী কারণে ছুটি জানুন সম্পূর্ণ তালিকা
মে মাসে সব মিলিয়ে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যার মধ্যে ৪টি রবিবার এবং ২টি শনিবার পড়ছে। বাকি ছুটির দিনের সম্পূর্ণ তালিকা দেখে নিন একনজরে…
Bank Holidays in May: প্রতি মাসেই সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে বিশেষ দিন গুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকে। আগে থেকে সেই সমস্ত ছুটির দিন না জেনে জরুরি দরকারে ব্যাঙ্কে গিয়ে ব্যাঙ্ক বন্ধ পেলে ভোগান্তিতে পড়তে হতে পারে। তবে রাজ্য নির্বিশেষে ব্যাঙ্ক ছুটির নির্ঘণ্ট আলাদা হয়। সেটি অবশ্যই মাথায় রাখতে হবে। কিছু ছুটি সারা দেশজুড়ে পালিত হয়। আবার কিছু ব্যাঙ্ক হলিডে রাজ্য নির্বিশেষে পালিত হয়।
মে মাসে সব মিলিয়ে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays in May)। যার মধ্যে ৪টি রবিবার এবং ২টি শনিবার পড়ছে। বাকি ছুটির দিনের সম্পূর্ণ তালিকা দেখে নিন একনজরে…
মে মাসে ব্যাঙ্ক ছুটির দিন
১ মে, সোমবারঃ মহারাষ্ট্র ডে হিসাবে মহারাষ্ট্রে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়া ১ মে, মে দিবস উপলক্ষ্যে কর্ণাটক, অসম, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, গোয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৫ মে, শুক্রবারঃ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, জম্মু, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭ মে, রবিবারঃ সারা দেশের বন্ধ ব্যাঙ্ক।
৯ মে, মঙ্গলবারঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। কলকাতায় ব্যাঙ্ক ছুটি।
১৩ মে, শনিবারঃ দ্বিতীয় শনিবার। ব্যাঙ্ক বন্ধ।
১৪ মে, রবিবারঃ সারা দেশের বন্ধ ব্যাঙ্ক।
১৬ মে, মঙ্গলবারঃ সিকিমে ব্যাঙ্ক বন্ধ।
২১ মে রবিবারঃ সারা দেশের বন্ধ ব্যাঙ্ক।
২২ মে, সোমবারঃ মহারাণা প্রতাপ জয়ন্তী উপলক্ষ্যে সিমলায় ব্যাঙ্ক বন্ধ।
২৭ মে, শনিবারঃ চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ।
২৮ মে, রবিবারঃ সারা দেশের বন্ধ ব্যাঙ্ক।