Bangladeshi Hindus: সংখ্যালঘুদের দেখভাল ইউনুস সরকারের দায়িত্ব, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বললেন জয়শঙ্কর

ঢাকায় যে ভারতীয় হাই কমিশনার রয়েছেন, তিনি বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন বলেও জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

S Jaishankar (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৯ নভেম্বর: বাংলাদেশের (Bangladesh) মানুষকে রক্ষা করা ইউনুস সরকারের দায়িত্ব। সংখ্যালঘু-সহ বাংলাদেশের সমস্ত মানুষকে রক্ষা করা সে সেদেশের অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব। ইসকন সদস্যদের পরপর গ্রেফতারি নিয়ে যখন উত্তাপ বাড়ছে, সেই সময় এমনই জানানো হল দিল্লির তরফে। লোকসভায় শুক্রবার বাংলাদেশ প্রসঙ্গ উঠলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)বলেন, ২০২৪ সালের অগাস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের খবর মিলছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে সরে যাওয়ার পর থেকেই হিন্দুের উপর বিবিন্ন সময়ে অত্যাচারের খবর মিলছে। বিভিন্ন মনিদের হামলা, মূর্তি ভাঙার মত একাধিক ঘটনা ঘটছে বাংলাদেশে। এমনকী দুর্গা পুজোর সময়ও বিভিন্ন পুজোর প্যান্ডেল ভাঙচুরের খবর আসে। বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত অন্তবর্তীকালীন সরকার যাতে হিন্দুদের উপর হামলার বিরুদ্ধে পদক্ষেপ করে, সে বিষয়ে সওয়াল করেন বিদেশমন্ত্রী।

আরও পড়ুন: Bangladesh ISKCON: চিন্ময়কৃষ্ণের পর ইসকনের আরও ২ গ্রেফতার, পরোয়ানা ছাড়াই আদিপুরুষ শ্যামদাস, রঙ্গনাথ দাসকে ধরল বাংলাদেশ পুলিশ

ঢাকায় যে ভারতীয় হাই কমিশনার রয়েছেন, তিনি বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন বলেও জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

সম্প্রতি ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর কয়েকদিন গড়াতে না গড়াতেই শুক্রবার আদিপুরুষ শ্যামদাস (চিন্ময়কৃষ্ণের সহযোগী) এবং রঙ্গনাথ দাস নামে আরও ইসকনের ২ সদস্যকে গ্রেফতার করে মহম্মদ ইউনুস সরকার। যা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে।