Bangladesh Unrest: একাত্তর স্মরণে গঠিত মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, 'নৈরাজ্য ক্ষমার অযোগ্য', বাংলাদেশ নিয়ে তোপ থারুরের

বাংলাদেশ নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। কংগ্রেস সাংসদ বলেন, মুজিবনগরের শহিদ মেমোরিয়াল কমপ্লেক্সে যেভাবে ১৯৭১ সালের স্মরণে গঠিত মূর্তি ভাঙা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

Shashi Tharoor On Bangladesh.jpg (Photo Credit: Twitter/Instagram)

দিল্লি, ১২ অগাস্ট: শেখ হাসিনা (Sheikh Hasina) ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার বাংলাদেশে (Bangladesh) দায়িত্ব গ্রহণ করেছে মহম্মদ ইউনুসের তদারকি সরকার। মহম্মদ ইউনুস তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেও, শান্তি এখনও ফেরেনি ঢাকা-সহ গোটা বাংলাদেশে। ফলে বাংলাদেশ নিয়ে ভারতের পাশাপাশি অন্য দেশের উদ্বেগও ক্রমশ বাড়ছে।

এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। কংগ্রেস (Congress MP) সাংসদ বলেন, মুজিবনগরের শহিদ মেমোরিয়াল কমপ্লেক্সে যেভাবে ১৯৭১ সালের  স্মরণে গঠিত মূর্তি ভাঙা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। ভারত বিরোধীরা যেভাবে বংলাদেশে ভাংচুর করছে, মূর্তি ভাঙছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন: Bangladesh Unrest: আওয়ামী লিগের কর্মীরা মার খাচ্ছেন, হাসিনা কি বাংলাদেশে ফিরবেন? উত্তর দিলেন পুত্র জয়

পাশাপাশি মহম্মদ ইউনুস শিগগিরই দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করুন। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দিন। বাংলাদেশে যাতে শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিত হয়, সে বিষয়ে ইউনুস পদক্ষেপ করুন বলে মন্তব্য করতে শোনা যায় থারুরকে। সেই সঙ্গে বাংলাদেশের এই কঠিন সময়ে ভারত সব সময় পাশে দাঁড়িয়েছে কিন্তু এই ধরনের নৈরাজ্য কখনওই ক্ষমার যোগ্য নয় বলেও তোপ দাগেন কংগ্রেস সাংসদ।