Bangladesh Unrest: ঢাকায় ছড়াচ্ছে উত্তেজনা, ভারতীয় দূতাবাসের বেশ কিছু কর্মীকে ফেরানো হচ্ছে বাংলাদেশ থেকে

ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটে যেকটি ভারতীয় দূতাবাসের শাখা রয়েছে, সেগুলি বন্ধ করা হবে না। সেগুলি চলবে বলে জানা যাচ্ছে।

Indira Gandhi Cultural Centre.jpg (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৭ অগাস্ট: শেখ হাসিনা (Sheikh Hasina) ইস্তফা দিলেও বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। অন্তবর্তী সরকার যেমন এখনও গঠন হয়নি, তেমনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় ভারতের তরফেও। এবার ঢাকায় (Dhaka) ভারতীয় দূতাবাসে যে কর্মীরা রয়েছেন, যাঁদের তেমন কোনও কাজ নেই এই মুহূর্তে, তাঁদের ফেরানো হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয় কূটনীতিকদের পরিবারবর্গকেও ফেরানো হচ্ছে বলে খবর। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দূতবাসের কোনও অপ্রয়োজনীয় কর্মীকে এই মুহূর্তে ঢাকায় রাখা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে। সেই অনুযায়ী শুরু হয় তাঁদের ফেরানোর কাজ।

আরও পড়ুন: Bangladesh Unrest: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে উদ্বিগ্ন সদগুরু কী লিখলেন দেখুন

সূত্রের খবর, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং সিলেটে যেকটি ভারতীয় দূতাবাসের শাখা রয়েছে, সেগুলি বন্ধ করা হবে না। সেগুলি চলবে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত বাংলাদেশের পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সেনা প্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে কথা বলা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। এমনকী দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে যে কোনও ধরনের সাহায্য ভারতের তরফে বাংলাদেশকে করা হবে বলেও বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishankar) জানিয়েছেন বলে মঙ্গলবার জানা যায়।