Bangladesh Unrest: বাংলাদেশে অস্থিরতা চরমে, ভারতের বিরুদ্ধে চক্রান্ত লস্কর, আনসারুল্লা জঙ্গিরা?
বাংলাদেশে অস্থিরতার জেরে যখন ভারতের সীমান্ত এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে, সেই সময় জঙ্গি হামলার আশঙ্কাও রয়েছে। ভারতের উত্তর, পূর্বের বিভিন্ন অঞ্চলে এই হামলা চালাতে পারে জঙ্গিরা।
দিল্লি, ১২অগাস্ট: শেখ হাসিনা (Sheikh Hasina)পদত্যাগ করার পর থেকেই গোটা বাংলাদেশ (Bangladesh) জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশে অস্থিরতার জেরে যখন ভারতের (India) সীমান্ত এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে, সেই সময় জঙ্গি হামলার আশঙ্কাও রয়েছে। ভারতের উত্তর, পূর্বের বিভিন্ন অঞ্চলে এই হামলা চালাতে পারে জঙ্গিরা। ইন্ডিয়া টুডের তরফে এমনই একটি খবর প্রকাশ করা হয়েছে। যেখানে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়ে আশঙ্কা রয়েছে। পাকিস্তানের লস্কর-ই-তইবা এবং বাংলাদেশের আনসারুল্লা বাংলা টিম, এই দুই কুখ্যাত জঙ্গি সংগঠনের তরফে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হামলার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।
রিপোর্টে প্রকাশ, ২০২২ সালে লস্কর-ই-তইবার সঙ্গে হাত মেলায় আনসারুল্লা বাংলা টিম। ভারতে জঙ্গি হামলার উদ্দেশ্যেই এই দুই সন্ত্রাসবাদী সংগঠন হাত মিলিয়ে কাজ শুরু করে বলে খবর। ফলে বাংলাদেশের অস্থিরতার প্রভাব যাতে কোনওভাবে ভারতের উপর না পড়ে, তার জন্য সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে দিল্লির তরফে।